ছোটভাই এক্সিডেন্ট করেছে, ড্রেসিংয়ের পর বিকট চিৎকার করে

চিঠি : আমার ছোটভাই জারিফ। বয়স ১০ বছর। গত শনিবার বাইকে এক্সিডেন্ট করেছে। তার ছোট এবং বড় ভাইও এক্সিডেন্ট করেছে। সাথে ড্রাইভার। সবাই কমবেশি জখম হয়েছে। ড্রাইভার ছাড়া সবাই ঢাকা কমিউনিটি হাসপাতালে (মগবাজার রেলগেট) ভর্তি আছে।

  • জারিফের সমস্যা হচ্ছে প্রতিদিন যখন তার ড্রেসিং করা হয় তখন বিকট চিৎকার করে। ড্রেসিং করার পরও কয়েকঘন্টা ধরে চিৎকার করতে থাকে। প্রচণ্ড ভয় পায় মনে হচ্ছে। ড্রেসিং করার সময় চিৎকার করে করে বলে আপনারা দয়া করেন, আমাকে মারবেন না।

ড্রেসিং শেষ হওয়ার পরও চিৎকার করতে থাকে। আমরা তাকে বুঝানোর চেষ্টা করি এখন তো ড্রেসিং করছে না, ডাক্তার চলে গেছে কিন্তু সে কারো কথা শুনছে না। কান্না করতেই থাকে।

মুহাম্মদ- এয়ারপোর্ট, ঢাকা

পরামর্শ : প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলেই এটা একটা কষ্টকর বিষয়। বিশেষ করে অভিভাবক ও মা-বাবার জন্য। জারিফ আসলেই ভয় পেয়েছে। এতো বড় এক্সিডেন্ট আসলে ওর বয়সের সাথে যায় না। তবে যেকোনো বয়সেই এই সমস্যাটা হতে পারে। এটাকে একিউট স্ট্রেস ডিসঅর্ডার (ASD) বলে।

এক্ষেত্রে আরো কিছু বিষয় জানা দরকার। ড্রেসিংয়ের যে বর্ণনা দিয়েছেন, এর আগে পরে আর কোনো আচরণগত সমস্যা হয় কিনা। ঘুমের মধ্যে জেগে উঠে কিনা, হঠাৎ হঠাৎ চমকে উঠে কিনা, ওই ঘটনার বিষয়ে কথা বলতে গেলে এভয়েট করে কিনা এই বিষয়গুলো খেয়াল করতে হবে।

আমি যতদূর জানি, কমিউনিটি হাসপাতালে মানসিক স্বাস্থ্যের সাপোার্ট আছে। ওখানে সাইকট্রিস্টস আছে, সাইকোলোজিস্ট আছে। আপনার সরাসরি যিনি কনসালটেন্ট আছে তার সাথে কথা বলে দ্রুত মানসিক স্বাস্থ্য সাপোর্টের জন্য ব্যবস্থা নিতে বলেন।

আমরা কিছু ওষুধ দিতে পারি তবে যেহেতু ওইখানে সাইকিয়াট্রিস্টস আছেন এবং সাইকোলোজিস্ট আছেন আপনারা যতো দ্রুত সম্ভব উনাদের সাথে যোগাযোগ করবেন। দ্রুত ব্যবস্থা নিলে এটা কন্ট্রোলে চলে আসবে। হয়তো কিছুটা সময় লাগবে তবে সম্পূর্নরুপে কন্ট্রোলে চলে আসবে। আর যদি ছুটি নিয়ে চলে গিয়ে থাকেন তাহলে বিএসএমইউতে অথবা ওখানেই একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন।

পরামর্শ দিয়েছেন,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা 01844618497 নাম্বারে।

প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

মানসিক স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন/পরামর্শ পেতে চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল করুন monerkhaboronline@gmail.com -ঠিকানায়।

[প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে।]

/এসএস/মনেরখবর

Previous articleঅন্তরঙ্গ সম্প‌র্ক ও সহিংসতা : ফলাফল, কারণ ও করণীয়
Next articleগর্ভকালীন জন্ডিসে গর্ভস্থ সন্তানও ঝুঁকিতে থাকে : ডা. এম. সাঈদুল হক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here