বিএপি সাউথ এর উদ্যোগে ‘স্ট্রেস অ্যাওয়ারনেস ডে’ সেমিনার

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস দক্ষিণের (খুলনা-বরিশাল বিভাগ) উদ্যোগে ‘আন্তর্জাতিক স্ট্রেস অ্যাওয়ারনেস ডে’ উদযাপিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে খুলনার হোটেল সিটি ইন্টারন্যাশনালে সেমিনার আয়োজন করে বিএপি সাউথ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর ভাইস-প্রেসিডেন্ট ও ইউএসবাংলা মেডিক্যাল কলেজেরে প্রিন্সিপাল, ব্রি.জে. (অব) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম এবং সম্মানিত অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মোরশিদ।

সেমিনারে বক্তারা স্ট্রেস সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, ‘‘স্ট্রেস মানেই ভেঙে পড়া নয়। মানুষের জীবনে নানা কারণে স্ট্রেস আসতে পারে। কিন্তু তাই বলে একেবারে ভেঙে পড়লে চলবে না। ঘুরে দাঁড়াতে হবে। নতুবা ছোটোখাটো মানসিক স্ট্রেস একসময় স্ট্রেস ডিজঅর্ডারে রুপ নিবে। সুতরাং এ বিষয়ে সবাইকেই সচেতন হতে হবে। প্রয়োজনের সাইকিয়াট্রিস্টসের সাহায্য নিতে হবে’’।

সেমিনারে র্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা

বিএপি সাউথ প্রেসিডেন্ট ও খুলনা মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এসএম ফরিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. দীন-উল ইসলাম, পরিচালক ডা. মো. রবিউল হাসান, ভাইস প্রিন্সিপাল ডা. মো. মেহেদি নেওয়াজ এবং বিএপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. মো. তারিকুল আলম।

বিএপি সাউথ সাধারণ সম্পাদক ডা. এসএম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডা. মোসা. শাম্মী আক্তার।

/এসএস/মনেরখবর/

Previous articleট্রফি হাতে বাংলাদেশি চিকিৎসককে আইসিসির সম্মান, জানালেন প্রতিক্রিয়া
Next articleহুমায়ূন সাহিত্য পুরস্কার পাচ্ছেন মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here