ছবি দেখে জেনে নিন আপনি মনোযোগী নাকি অমনোযোগী

মাইক্রোসফট কর্পোরেশনের করা একটি গবেষণায় বলা হয়েছে, বর্তমান বিশ্বের মানুষের মনোযোগ কমে যাচ্ছে ধীরে ধীরে। এমনকি কিছু মানুষের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখার সময়টা নাকি গোল্ড ফিশের চাইতেও কম। এর কারণ হিসেবে গবেষকরা অবশ্য দায়ী করছেন স্মার্টফোনকে।
আপনার মনোযোগ এর কী অবস্থা? কম নাকি বেশি? জেনে নিন ফিচারের ছবিটির দিকে তাকিয়ে। মনোযোগ দিয়ে ছবিটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। গুণে দেখুন ছবিতে কয়টি পা দেখা যাচ্ছে।
এবার উত্তর মিলিয়ে নিন। ছবিতে কয়টি পা দেখতে পেয়েছেন? ছয়টি? যদি আপনি ছয়টি পা দেখে থাকেন তাহলে আপনি যথেষ্ট মনোযোগী না। মনোযোগ বাড়াতে আপনার নিয়মিত চর্চা চালিয়ে যেতে হবে। গঠনমূলক কার্যক্রমে মস্তিষ্ককে ব্যস্ত রাখতে হবে। একসঙ্গে একাধিক কাজ না করে একটি কাজ করার চেষ্টা করবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো প্রযুক্তিকে দূরে সরিয়ে দিতে হবে আপনার। মোবাইল কিংবা ল্যাপটপের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।
আপনি যদি ১২টি পা দেখে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। কারণ সঠিক উত্তর এটাই। আপনি মনোযোগী। কীভাবে ১২টি পা গুণতে হবে নিচের ছবিতে দেখে নিন।

Previous articleখুলির আকার বড় হলেই বুদ্ধি বেশি নয়!
Next articleডাউন সিনড্রোমঃ প্রয়োজন দ্রুত ও সময়মতো চিকিৎসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here