জরায়ুর ইনফেকশন : কারণ ও করণীয়

0
121

মনের খবর : ACME নারী স্বাস্থ্য সচেতন, সুস্থ্যতা আজীবন শীর্ষক লাইভ অনুষ্ঠানের এ পর্বে ‘জরায়ুর ইনফেকশন : কারণ ও করণীয় কী?’ শীর্ষক লাইভ প্রোগ্রাম মনের খবর টিভিতে অনুষ্ঠিত হয়েছে।

নারীদের জরায়ুতে নানান সময়ে নানান ইনফেকশন হয়ে থাকে। অনেক সময় তা ক্যান্সারে রুপ নেয়। আগে থেকে সর্তক এবং সচেতন থাকলে স্বাস্থ্যঝুঁকি এড়ানো সম্ভব। এ বিষয়ে বিশেষজ্ঞ অতিথিরা আলোচনা করেছেন। দিয়েছেন প্রয়োজনীয় পরার্মশ ও স্বাস্থ্য টিপস।

বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৯.৩০টায় মনের খবর টিভির ফেসবুক পেজে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। অনুষ্ঠানে বিশেষজ্ঞ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোসা: মর্জিনা খাতুন মুক্তি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারিহা কামাল মৌলি।

অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার The ACME Laboratories Ltd, পাওয়ার্ড বাই Feminor (Norethisterone BP 5 mg Tablet) & Famiclav, মিডিয়া পার্টনার Moner Khabor TV. লাইভ অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন।

/এসএস

Previous articleবন্যা ও বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক লাইভ অনুষ্ঠান
Next articleঅপরিণত বয়সে বিয়ে : শারীরিক ও মানসিক সমস্যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here