বন্যা ও বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক লাইভ অনুষ্ঠান

মনের খবর : বন্যা ও বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মনের খবর টিভি। শনিবার (২৫ জুন) বিকেল ৫টায় মনের খবর টিভিতে এ নিয়ে লাইভ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ‘বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি’ ও ‘এশিয়া-প্যাসিফিক লীগ অব এসোসিয়েশন ফর রিউমাটোলজি’ (APLAR) এর সভাপতি ও গ্রীন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেয়ার এন্ড রিসার্চ এর চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন’ এর লেকচারার ডা. কে এম বায়জিদ আমিন।

অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Eskayef Pharmaceuticals Ltd.) পাওর্য়াড বাই : Etorix, Nabumet, Naprox Plus & Tojak. অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মনের খবর টিভি

অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। উত্তর দিবেন অনুষ্ঠানের বিশেষজ্ঞ অতিথি। পুরো ‍অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন মনের খবর টিভিতে।

/এসএস

Previous articleডায়াবেটিস রোগীর হজ্ব পালন প্রস্তুতি
Next articleজরায়ুর ইনফেকশন : কারণ ও করণীয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here