গর্ভস্থ যমজ শিশু : শংকা ও সমাধান

গর্ভধারণ একজন নারীর মাতৃত্বের প্রথম স্মারক। গর্ভধারণ করতে পারা বা মা হতে পারা নারীর জন্য পরম সুখের হয়ে থাকে। গর্ভকালীন সময়ে একজন নারীকে অনেক ধকল সহ্য করতে হয়। আর গর্ভে যদি থাকে  একাধিক সন্তান তখন তার কষ্টাটাও বেড়ে যায়।

গর্ভে যমজ সন্তান হলে যেসব পরিস্থিতির সম্মুখিন হতে হয় যা শংকা জাগায় সেসব বিষয়ের সমাধান ও পরামর্শ নিয়ে মনের খবর টিভিতে অনুষ্ঠিত হয়েছে ‘গর্ভস্থ যমজ শিশু‘ শীর্ষক অনলাইন ওয়েবিনার।

মঙ্গলবার (২৮ জুন) রাত ৯ টায় মনের খবর টিভির ফেসবুক পেজে ‘গর্ভস্থ যমজ শিশু‘ শীর্ষক এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হয়।

রেনাটা লিমিটেড নিবেদিত নারীর প্রজনন এবং গর্ভধারণ সম্পর্কিত স্বাস্থ্য সচেতন অনুষ্ঠান ‘নারী স্বাস্থ্যে রেনাটা’ অনুষ্ঠানের এ পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী এবং প্রসূতি বিভাগের কনসালটেন্ট ডা. খন্দকার শেহনীলা তাসমিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ও অবস বিভাগের এইচএমও ডা. ইফফাত ইকবাল নিঝুম।

লেট্টল (Letrol) সৌজন্য এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মনের খবর টিভি। সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন :

/এসএস/মনেরখবর

Previous articleনারী শুধুই কি পণ্য : বিজ্ঞাপনের দায় কতটুকু?
Next articleমাদকের প্রভাব কতোটা খারাপ তা ব্যক্তিকে বুঝাতে হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here