সিডনিতে প্রবাসীদের মানসিক স্বাস্থ্য সেমিনার

সিডনির ল্যাকান্বার গ্রামীন রেস্টুরেন্টে ‘মানসিক স্বাস্থ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘এ র‌্যা অব হোপ’ শিরোনামে সেমিনারে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ।

গত শুক্রবার সন্ধ্যায় রোজানা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা করেন আবিদা সুলতানা।

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন নবধারা অ্যাসোসিয়েশন এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ক্যান্টারবারি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিল সৌজন্য অনুদান প্রদান করে।

মানসিক স্বাস্থ্যের স্পিকার হিসেবে ছিলেন মনোবিজ্ঞানী হেন্ড সাব, ডাক্তার সিরাজুল ইসলাম (জিপি), রেজিস্টার্ড নার্স সুফিয়া কোরায়েশী, মানসিক স্বাস্থ্য এডুকেটর কানিতা আহমেদ ও মানসিক স্বাস্থ্য এডুকেটর আবুল কালাম আজাদ আজাদ।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কার্ল সালেহ, কাউন্সিলর নাদিয়া সালেহ, কাউন্সিলর সাবরিন ফারুকী ও কাউন্সিলর লিন্ডা আইসলার।

উল্লেখ্য, নবধারা অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য ও শিক্ষা সচেতনতা বৃদ্ধিতে কাজ করে।

/এসএস/মনেরখবর

Previous articleসম্পর্ক ভাঙায় হতাশায় ভুগছি কী করবো?
Next articleশিশুমনের পূর্ণ বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here