মানসিক শক্তি অর্জন করতে পারলেই মাদক ছাড়া সম্ভব : উপাচার্য শহীদুল্লাহ

কথা বলছেন, ডা. আব্দুল্লাহ ছায়ীদ। ছবি : প্রথম আলো সৌজন্যে

কৌতুহল থেকে অনেকে মাদকগ্রহণ শুরু করলেও একসময় আসক্ত হয়ে পড়ে মরণঘাতী মাদকের প্রতি। চেষ্টা করেও অনেক সময় মাদক থেকে ফিরে আসা সম্ভব হয় না। বিশেষজ্ঞরা বলছেন, মূলত মানসিক শক্তি অর্জন করতে পারলেই মাদক ছাড়া সম্ভব হয়।

বিশেষজ্ঞরা বলেন, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, প্রতিবন্ধকতা থাকবেই। এগুলো স্বাভাবিক ঘটনা। তাই বলে দুঃখকে ভোলার জন্য মাদক নিতে হবে, এর কোনো যৌক্তিকতা নেই। জীবন আনন্দময় রাখতে মাদক থেকে দূরে থাকা উচিত।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরের শামীমাবাদ এলাকায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্ট কর্তৃক আয়োজিত মাদকবিরোধী আন্দোলনের পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি মানসিক-সমস্যাজনিত নানা বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সভায় বিশেষজ্ঞ আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য মো. শহীদুল্লাহ তালুকদার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান আর কে এস রয়েল ও চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা এবং নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ছায়ীদ।

এসময় উদ্বোধনী পর্বে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য মো. শহীদুল্লাহ তালুকদার বলেন, মানসিক শক্তি বা মনোবল অর্জন করতে পারলেই মাদক ছাড়া সম্ভব। একবার মাদকাসক্ত হলে তা থেকে বেরিয়ে আসা একটু কঠিন। তাই চলাফেরার ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে।

মাদককে না বলার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান আর কে এস রয়েল বলেন, ‘মাদককে না’ বলার ক্ষমতা নিজের মধ্যে পুষতে হবে। না বলার দক্ষতা অর্জন করতে হবে। যাঁরা মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। কোনোভাবেই নেশার কাছাকাছি যাওয়া যাবে না। নিজে সচেতন থাকার পাশাপাশি অন্যকেও এ বিষয়ে সচেতন করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

ও চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা বলেন, ‘একজন শিক্ষার্থী প্রেমে পড়তেই পারেন। যেকোনো কারণে বিচ্ছেদও আসতে পারে। কিন্তু এর ফলে মাদকে জড়াতে হবে, এটা একেবারেই ঠিক নয়।’

নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ছায়ীদ বলেন, মাদক থেকে দূরে থাকতে হলে মনোবল শক্ত থাকতে হবে। মাদক মানুষের চিন্তা, আবেগ, অনুভূতি ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলে।

এছাড়াও সভার সমাপনী পর্বে বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ নিতাই চন্দ ও ডিন আবুল ফতেহ ফাত্তাহ এবং সমাপনী বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

শিক্ষার্থীদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডিন মাহমুদুল হাসান খান, ইংরেজি বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ ও সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এম এ জি আসিফ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নাঈমা মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের ‘চলতি ঘটনা’, ‘কিশোর আলো’ ও ‘বিজ্ঞান চিন্তা’ সাময়িকী উপহার হিসাবে দেওয়া হয়।

/মনেরখবর/এসএস/

Previous articleআইসিপি কনফারেন্সের বিস্তারিত সূচি
Next articleমানসিক স্বাস্থ্যসেবা ও পলিসিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে : প্রফেসর আফজাল জাভেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here