বিএসএমএমইউতে প্রথম নারী সহকারী প্রক্টর হলেন ডা. ফাতিমা মারিয়া

0
26

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, মনোচিকিৎসক ডা. ফাতিমা মারিয়া খান।

১১ এপ্রিল মঙ্গলবার নিয়োগপত্র তুলে দেন বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, এনটামি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু, সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল প্রমুখ।

উপাচার্যকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান সাইকিয়াট্রি বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য চিকিৎসকগণ

ডা. ফাতিমা মারিয়া খান (ফাতিমা জোহরা) ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বিএসএমএমইউ থেকে মানসিক রোগ বিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পান।

মনোরোগবিদ্যা বিভাগ থেকে ফাতিমা মারিয়া খানকে সহকারী প্রক্টোর হিসেবে নিয়োগ এবং মনোরোগবিদ্যা বিভাগের ফ্যাকাল্টি হিসেবে অগ্রাধিকার দেওয়ায় বিএসএমএমউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে মনোরোগবিদ্যা বিভাগ।

পরে ১৩ এপ্রিল বৃহস্পতিবার (আপডেট খবর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এর নেতৃত্বে বিভাগের চিকিৎসক, রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাগণ উপচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় সহকারী অধ্যাপক, ডা. এস এম আতিকুর রহমান, সেলিনা ফাতেমা বিনতে শহিদ, ডা. ফাতেমাতুয যোহরা জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/মনেরখবর/

Previous article‘ডব্লিউএফএমএইচ’ ও ‘আইএমএ’ এর উদ্যোগে কেরালায় স্বাস্থ্য সপ্তাহ
Next articleডাক্তার-রোগী সম্পর্কের দূরত্ব ঘোচানোর দায় সরকারের : ডা. জাফরুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here