‘ডব্লিউএফএমএইচ’ ও ‘আইএমএ’ এর উদ্যোগে কেরালায় স্বাস্থ্য সপ্তাহ

ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ (ডব্লিউএফএমএইচ) এশিয়া-প্যাসিফিক ও ন্যাশনাশ অ্যালায়েন্স ফর মেন্টাল হেলথ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে কেরালায় পালিত হচ্ছে ‘বিশ্ব স্বাস্থ্য সপ্তাহ-২০২৩’।

৪-১০ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (৪ এপ্রিল) কেরালায় যৌথভাবে উদ্বোধনী অনুষ্ঠান করে ‘ডব্লিউএফএমএইচ’ ও ‘এনএএমএইইচআই’।

ইন্ডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন (আইএমএ) এর নির্বাচিত সভাপতি ডা. আরভি অশোকান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিশেষ বার্তা প্রদান করেন আইএমএ কেরালার প্রেসিডেন্ট ডা. এন সুলফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউএফএমএইচের সহ-সভাপতি ডা. রায় এ কাল্লিভায়ালিল।

এসময় বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী এইডস, এইচআইভি, গুটিবসন্ত এবং পোলিও নির্মূলে লড়াই করছে। বিশ্বব্যাপী করোনা মহামারী মোকাবেলায় নেতৃত্ব দিয়েছে ডব্লিউএইচও। ডব্লিউএইচও এবার ঘোষণা দিয়েছে ‘মানসিক স্বাস্থ্য ছাড়া সুস্থতা নেই’। সুতরাং সেজন্য আমাদের এবারের স্বাস্থ্য সপ্তাহে মূল লক্ষ্য সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবো।

উল্লেখ্য, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ (ডব্লিউএফএমএইচ)- ডব্লিউএইচও এর মতোই আন্তর্জাতিকভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থা।১৯৪৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের ৯৪টিরও বেশি দেশে এই সংস্থার কার্যক্রম বিস্তৃত রয়েছে।

/এসএস/মনেরখবর/

Previous article‘বিশেষ কোনো কাজের আগে অস্থিরতা বেড়ে যায়, ভয় লাগে’
Next articleবিএসএমএমইউতে প্রথম নারী সহকারী প্রক্টর হলেন ডা. ফাতিমা মারিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here