১২ তম সার্ক আন্তর্জাতিক সাইকিয়াট্রি কনফারেন্স ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে

0
39

সার্কভূক্ত দেশগুলোর মানসিক রোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ মিলনমেলা সার্ক আন্তর্জাতিক সাইকিয়াট্রি কনফারেন্স এর ১২ তম আসর আগামী ডিসেম্বরে ভারতের কলকাতায় অনুষ্ঠিত হবে।

সার্ক সাইকিয়াট্রি ফাউন্ডেশন আয়োজিত  ১৬-১৮ ডিসেম্বর কলকাতার নভোটেল হোটেল ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিতব্য এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য – “সাইকিয়াট্রি সার্ভিসেস ইন ডেভেলপিং কান্ট্রিস- চ্যালেঞ্জেস এহেড“ (উন্নয়নশীল দেশে মানসিক সাস্থ্যসেবা-ভবিষ্যৎ চ্যালেঞ্জ)।

কনফারেন্সের আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন ডা. ব্রিগেডিয়ার এম এস ভি কে রাজু, এবং আয়োজক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে রয়েছেন ডা. গৌতম সাহা।

ইতোমধ্যে কনফারেন্সে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.saarcpsycon.co.in।

এবারের কনফারেন্সে এক্সিকিউশন পার্টনার হিসেবে থাকছে ভারতের মেডিস্কুইর।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪
Previous articleপক্ষাঘাতগ্রস্তদের স্বাভাবিক জীবনের পথে পুনর্বাসনে সিআরপি
Next articleপার্বত্য বান্দরবানে মেন্টাল হেলথ গ্যাপ বিষয়ক প্রশিক্ষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here