প্যানিক ডিজঅর্ডার একটি মানসিক রোগ

কয়েকদিন আগে (গত ২৪ আগস্ট) মনেরখবরে প্রকাশিত প্যানিক ডিজঅর্ডারের উপর লেখাটি পড়ে একজন পাঠক আমাকে ফোন করেছিলেনউনি জানতে চেয়েছিলেন, কি করলে বা কোন ওষুধ খেলে সামনে আর প্যানিক অ্যাটাক হবে না বা পরবর্তী অ্যাটাক থেকে নিজেকে বাঁচানো সম্ভব হবে? উনার জানার মূল বিষয় ছিলো, প্যানিক অ্যাটাক হচ্ছে বা হবে, সেটা বুঝতে পারলে তখন কি করলে সে অ্যাটাক ঠেকানো সম্ভব হবে
।।।
মি তাকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করলাম, একটা অ্যাটাক ঠেকানো যায় না  অ্যাটাক আলাদা কোন বিষয় নয় প্যানিক ডিজঅর্ডার একটি রোগ, বারবার হওয়াটাই তার লক্ষণ  আপনাকে সারাতে হলে পুরো প্যানিক ডিজঅর্ডারটির চিকিৎসাই করতে হবে ভদ্রলোক মনে হলো আমার উত্তরে কোনভাবেই খুশি হতে পারেননি তার কথা হলো, যখন অ্যাটাক হয় তখনইতো সমস্যাসেটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারলেই হলো  বাকী সময়তো আমি ভালোই থাকি সুতরাং বাকী সময় আমার চিকিৎসার দরকার হবে কেন?
 ।।
ভদ্রলোকের কথায় হয়তো যুক্তি আছেপ্যানিক অ্যাটাক তো সব সময় হয় না যদি সব সময় সমস্যা নাই হয়, তবে সব সময় বা অনেকদিন ধরে চিকিৎসা করাতে হবে কেন? আমি বললাম, দেখুন টাইফয়েড বিষয়টি তো আপনি জানেন টাইফয়েড এমন একটি রোগ যার প্রধান উপসর্গ জ্বর আপনি যদি জ্বরের ওষুধ খান তাহলে জ্বর কমে যাবে আপনি সাময়িক শান্তি পাবেন, তাতে কি আপনার টাইফয়েড রোগ সেরে যাবেউনি বললেন, টাইফয়েড তো কয়েকদিন টানা জ্বর থাকে তাই টানা ওষুধ খেতে হয় প্যানিক অ্যাটাক এমন নয়, যখন হয় তখনই, বাকী সময় তো আর এমন হয় না আমি বললাম, হ্যাঁবিষয়টি এমন হলেও প্যানিক অ্যাটাক যখন বারবার হতে থাকে, মাসে অন্তত চারটা সেই সাথে যখন মনের ভেতর সব সময় একটা ভয় কাজ করে যে, কখন জানি আবার হয়, কখন আবার হয় তখনই সেটাকে প্যানিক ডিজঅর্ডার বলে, যা একটি মানসিক রোগ আর বিষয়টি সারাতে হলে রোগের পুরো চিকিৎসাই করাতে হয় উনি বিরক্ত হয়ে ফোন রেখে দিলেন
 ।।
বিষয়টি নিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাবলাম অনেক কথাই মনে আসলো যে কথাটি আলাদা করে বলা দরকার সেটা হলো, প্যানিক ডিজঅর্ডার যে একটি রোগ উনি সেটা কিছুতেই মানতে রাজি নয় অথবা আমি উনাকে বোঝাতে পারিনি মনে মনে ভাবলাম, অন্য কোন শারীরিক রোগ হলে কি উনি আমার কথা শুনে মেনে নিতেন? হয়তো নিতেন, হয়তো নয় মানসিক রোগকে এখনও রোগ ভাবতে অনেকেই নারাজ প্যানিক ডিজঅর্ডার তো বেশ কমন রোগ এ রোগের রোগীরও অভাব নেই তবে এ রোগ বিষয়ে মানুষ এখনও কম জানে কেন? আমাদের নিজেদের দোষ খুঁজতে মন চাইলো
 ।।
লোকটি মনেরখবর পড়ে বুঝতে পারলেন উনার প্যানিক ডিজঅর্ডার হয়েছে উনি বুঝলেন এবং চিকিৎসা জানারও চেষ্টা করলেন কিন্তু উনি আমার কথা মেনে নিলেন না কেন? অনেক কিছুই হতে পারে এর কারণ
 ।।
একটি তথ্য সবারই জানা থাকা দরকার, আর তা হলোশারীরিক রোগ ভেবে যে মানসিক রোগটির কারণে মানুষ সবচাইতে বেশী হাসপাতালে ভর্তি হয় (বা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে দেখা করতে যায়) তার নামপ্যানিক ডিজঅর্ডার
 ।।
প্যানিক ডিজঅর্ডার এমন একটি রোগ যা হঠাৎ করে শুরু হয় এবং তার তীব্রতা সামান্য সময়ের মধ্যে একেবারে উর্দ্ধে উঠে আসে মনে হয়এখনই আমিমারা যাবোবাজ্ঞান হারাবো মারা যাওয়ার কারণ হিসেবে সবচাইতে বেশী যে ভাবনাটি দেখা যায় তা হচ্ছে হার্ট এ্যাটাকতারপরেই থাকে স্ট্রোক করার ভয় অনেকে হাইপারটেনশান বা ব্লাড প্রেশার নিয়েও চিন্তিত হয়ে পড়েন
 ।।
শারীরিক উপসর্গ নিয়ে এবং শারীরিক রোগ ভেবে যখন মানুষ হাসপাতাল বা ডাক্তারের কাছে যায়, ডাক্তাররা স্বাভাবিক ভাবেই প্রথমে শরীরের কোন সমস্যা কিনা সেটা বোঝার চেষ্টা করেন বিশেষ করে হার্টের সমস্যা কিনা সেটা জানার প্রয়োজন রোগীর আত্মীয়স্বজন চিকিৎসক সবাই মনে করেন সেই মতো ব্যবস্থাও নিয়ে থাকেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও করানো হয় প্যানিক ডিজঅর্ডার যেহেতু শারীরিক রোগ নয়, তাই পরীক্ষাতে কিছু পাওয়া যায় না মুশকিল হলো, তারপরই অনেকে সঠিক বুদ্ধিপরামর্শ না দিয়ে বলে দেন, আপনার কোন রোগ নেই সুতরাং মানুষটি কেন এমন হলো এ বিষয়ে তারা অন্ধকারে থেকে যায়
 ।।
লোকটি এর আগে কোথায় চিকিৎসা করিয়েছেন, রোগটি সম্বন্ধে তার কি ধারণা সেসব ভালো করে জানা হলো না ওনার প্রথম প্রশ্নের উত্তর দিতে দিতেই উনি লাইন কেটে দিলেন
 
চলবে
।।
Previous articleমনের শক্তিই হচ্ছে সবকিছুর উৎস : জুয়েল আইচ
Next articleChildhood depression is not uncommon
চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

3 COMMENTS

  1. স্যার, আমি তাওহীদ বয়স ১৭। গত ৩ দিন ধরে আমি একটা বিষয় নিয়ে খুবই ভয়ে আছি আমার শুধু মনে হয় আমি পাগল হয়ে যাব। প্রকৃতির সবকিছু যেন অবাস্তব মনে হয়। কেও যেন মাথা চাপ দিয়ে ধরে রাখছে এরকম মনে হয়। আপনার পায়ে পড়ি আমাকে একটু পরামর্শ দেন এই অবস্থায় আমি কি করতে পারি

    • আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর খুব শীগ্রই মনের খবরের প্রশ্ন-উত্তর বিভাগে পাবলিশ করা হবে। পরবর্তীতে আপনার কোন প্রশ্ন থাকলে পুরো প্রশ্ন কমেন্টসে না দিয়ে সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাঠিয়ে দিন এই ইমেইলে – question@www.monerkhabor.com ধন্যবাদ।

  2. আমি গত ৫ মাস যাবত প্যানিক ডিজঅর্ডারে ভুগছি। আমার মাসে ৫ থেকে ৬ বার প্যানিক এ্যাটাক হয়। কিন্তু আমি সবসমায় অসুস্থ থাকি। মন ভালো থাকে না, শরিলে অস্থির ভাব থাকে, সবসমায় ভয়ে থাকি, শরিল দুর্বাল থাকে আরো অনেক সমস্যা হয়। এসব কি প্যানিক ডিজঅর্ডারের কারনে হয় নাকি এর পেছনে অন্য কোন কারন আছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here