পরিচিত মানুষগুলো কেমন জানি অপরিচিত লাগে

সমস্যা:
অামি প্রশান্ত কুমার, বয়স ২০ এবং পেশায় ছাত্র। অামার গত মাস যাবত কিছুই ভালো লাগছে না। পড়াশোনায় মনোযোগ বসছে না। বই দেখলে মনে হয় কিছুই পারি না অথচ অামি সবগুলো বই খুব ভাল ভাবে পারি। অামার কাছে মানুষের হাত পা গুলো  অতিরিক্ত অংশ মনে হয়। পরিচিত মানুষগুলো কেমন জানি অপরিচিত লাগে। অামি প্রচুর পড়াশোনা করতাম এখন একটু পড়াশোনা করতে পারছি না অনেক কষ্টে বন্ধুদের সাথে খাপ খাওয়ার জন্যে চেষ্টা  করছি এটা কি অামার কোনো মানসিক সমস্যাবন্ধুরা কি মনে করে এই ভয়ে মনোরোগ ডাক্তার দেখাচ্ছি না
 
পরামর্শ: 
আপনার প্রশ্ন পড়ে মনে হল আপনি Depression Illness রোগে ভুগিতেছেন। সেই সঙ্গে Generalized Anxiety Disorder” ও আছে। নিম্নের ঔষধগুলো ব্যবহার করলে উপকার পেতে পারেন।
Tablet Nexcital 10mg
প্রতিদিন সকালে ০১টা
Tablet Alprox 0.5mg
প্রতিদিন রাতে ০১টা
একমাস পরে মানসিক রোগের ডাক্তার দেখাবেন অথবা এই পত্রিকার মাধ্যমে যোগাযোগ করবেন।
পরামর্শ দিচ্ছেন,
প্রফেসর ডা. মো. রেজাউল করিম


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleপুরুষদের চাইতে নারীরা অধিক মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে
Next articleসুদীপ্ত ফাউন্ডেশনের উদ্যোগে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here