জিমের ছবি ফেসবুকে দেয়া ‘মানসিক রোগ’ বলছে গবেষণা

0
100

অনেকে আছেন যারা নিয়মিত জিমে যায়। জিম থেকে ফিরে বা জিমে থাকতেই তাদের শরীরচর্চার ছবি ফেসবুকে বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। 
আপনি নিজেও কিন্তু একই কাজ প্রায়ই করে থাকেন। লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় একটি গবেষণা পরিচালনা করেছে মানুষের এমন সোশ্যাল অ্যাকটিভিটির ওপর। তাঁরা খুজতে চেয়েছেন কেনো মানুষ এমন করে।
গবেষকদের মতে, শরীরের এই পরিবর্তনের পেছনে কতোটা সময় ব্যয় হয়েছে এটাই তারা জিমে তোলা ছবির মাধ্যমে বন্ধুদের জানাতে চান। আর গবেষণায় এ-ও দেখা গেছে এ ধরনের স্ট্যাটাসে অন্যান্য পোস্টের চেয়ে বেশি লাইক পান তারা।
ফিটনেস রুটিন সম্পর্কিত ফেসবুক পোস্ট আপডেটে বন্ধুদের মনোযোগ আকর্ষণ করা সহজ বলছেন গবেষকেরা। ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. মার্শাল মনে করেন, যারা এমন পোস্ট প্রায়ই করে থাকেন তাদের মূল লক্ষ্যই থাকে আত্মপ্রচার। লাইক-কমেন্ট বেশি-বেশি পাওয়া তখন পরিণত হয় এক ধরণের নেশায়।
ড. মার্শাল দৃঢ়তার সঙ্গেই বলছেন এটি একটি মারাত্মক মানসিক রোগ।

Previous articleঅনলাইনে সাইকিয়াট্রি বিষয়ক প্রশিক্ষণ দেবে ওর্য়াল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন
Next articleহাতের লেখায় লুকিয়ে মন খারাপের হদিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here