ঔষধ খাওয়া বাদ দিলেই সমস্যা শুরু হয়ে যায়

সমস্যা:
রাতে সময়মত ঘুমালেও সকালে ঘুম থেকে ওঠার পর এনার্জি পাই নাশরীর ফ্রেশ লাগে না। শরীরের ভেতর জড়তা কাজ করে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে রিভোট্রিল ০.৫ এমজি প্রতিদিন রাতে সাজেস্ট করেন আর ঔষধের নিচে চলবে লিখে দেন।এটা খাওয়ার পর থেকে সুস্থ আছি আর ঘুমও ভালো হয়।শরীরে এনার্জিও পাই। কিন্তু  ঔষধ খাওয়া বাদ দিলেই সমস্যা শুরু হয়ে যায় আবার। এখন আমার প্রশ্ন হলো এই ঔষধ কতদিন খাবো বা সারা জীবনই কি খেয়ে যেতে হবেআর কীভাবে খাওয়া বাদ দেওয়ার পর যে সমস্যা হয় তা থেকে মুক্তি পাব।
পরামর্শ:
আপনার সমস্যা আপনি উল্লেখ করেছেন এবং Rivotril 0.5 mg রাতে খেলে সুস্থ থাকেন। Rivotril 0.5 mg এর পরিমান ধীরে ধীরে কমিয়ে বন্ধ করার চেষ্টা করবেন। তবে এনার্জি বৃদ্ধি ও জড়তা কাটানোর জন্য Antidepresent যথা Setra 50 mg সকালে খাবেন ০২ থেকে ০৩মাস।
পরামর্শ দিচ্ছেন,
প্রফেসর ডা. মো. রেজাউল করিম


 দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleএকটুখানি সুখ কিনুন!
Next articleযোগব্যায়াম মানসিক স্বাস্থ্য সমস্যা কমাতে সাহায্য করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here