প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
প্রশ্ন- আমি মাহমুদ।বয়স ৩৬। প্রায় ১০ বছর যাবত আমি প্রচন্ড অশান্তি,অস্থিরতা,বুক ধরফর নিয়ে কষ্ট করতেছি। সব সময় মাথা ঘোরায় আর শরীর কাপাকাপি করে। ইনডেভার ৪০, আর নেক্সিটাল ১০ প্রায় ৮ বছর খাইছি।মিরটাজ খেলে অশান্তি কমে কিন্ত দিনের বেলায় চলতে ফিরতে কষ্ট হয় আর ওজন প্রচুর বেড়ে যায়। কোনভাবেই আমার কষ্ট টা দূর হচ্ছে না। একেবারে হতাশ হয়ে গেছি।আমি কি করব বুঝতেছি না।
পরামর্শ – ধন্যবাদ। ছেলেটি মধ্যবয়সী। তার উপসর্গগুলো দেখে মনে হয়, সে সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারে ভুগছে। আবার দশ বছর ভালো হচ্ছে না বলে তার মধ্যে কিছুটা বিষণ্ণতা তৈরি হয়েছে। তবে ক্লায়েন্টের সাথে কথা বলে তার কোনো stressor আছে কিনা, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও সমস্যা সমাধানের পারদর্শিতা কেমন—এগুলো দেখা দরকার। পেইন-সেনসিটিভ অ্যান্টিডিপ্রেস্যান্ট অনেক সময় ভালো কাজ করে। সাইকোএডুকেশন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং ইত্যাদি সহায়ক হতে পারে। এজন্য রোগী যদি একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে সরাসরি যোগাযোগ করে চিকিৎসা নেয়, তবে বেশি লাভবান হবে বলে মনে করি। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন-
ডা. মো. আব্দুল মতিন
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
মানসিক রোগ বিভাগ
রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
- এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
- চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
মগবাজার রেইল গেইট।
নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
(ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
আরও দেখুন-