ডব্লিউপিএ আঞ্চলিক কংগ্রেসে ভিডিওগ্রাফি প্রতিযোগীতা

কোলকাতায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) আঞ্চলিক কংগ্রেসে উপস্থাপনের জন্য ভিডিওগ্রাফি প্রতিযোগীতার আয়োজন করেছে ডব্লিউপিএ। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।

সোমবার আঞ্চলিক কংগ্রেসের ওয়েবসাইট www.wparc2023.comএ প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, ‘চিকিৎসা ক্ষেত্রে মনোরোগবিদ্যার গুরুত্ব’ শীর্ষক থিমের আলোকে ব্যক্তিগত অভিজ্ঞতা, রোগীদের অভিজ্ঞতা ও ট্রেনিং অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করতে হবে। ভিডিও করা যাবে ভিডিও ক্যামেরা অথবা মোবাইল ফোন দিয়ে। ভিডিওতে প্রত্যেক শিক্ষার্থী নিজেদের মতো শিরোনাম দিতে পারবে।

ভারতীয় সময় অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে medicalstudents@wparc2023.com মেইল এড্রেসে ভিডিও জমা দিতে হবে। সাবজেক্টের ঘরে লিখতে হবে WPA-RC & SPF Medical student contest. এছাড়াও wetransfer.com -এ ভিডিও আপলোড করতে হবে।

সার্কভুক্ত দেশসমূহের মেডিক্যাল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা স্বীয় বিভাগের বিভাগীয় প্রধানের সত্যায়নপত্র উপস্থাপন সাপেক্ষে এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবে।

বিজয়ীকে ‘ট্রাভেল এওয়ার্ড’ ও ১০ হাজার ভারতীয় রুপির প্রাইজমনি দেওয়া হবে। যা কংগ্রেসে রেজিস্ট্রেশন ফি এর সাথে সমন্বয় করা হবে। এছাড়াও কংগ্রেস চলাকালীন থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা করা হবে। ১৫ মার্চ ২০২৩ তারিখে ফলাফল চূড়ান্ত হবে ।

উল্লেখ্য, আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) রিজিওনাল কংগ্রেস। হোটেল আইটিসি রয়েল বেঙ্গলে অনুষ্ঠিত এ কংগ্রেসে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্ক, আফগানিস্তান, মালদ্বীপ ও পাকিস্তান থেকে মনোরোগ বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন।

এতে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সদ্যবিদায়ী সভাপতি ও সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের ট্রেজারার, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, নবনির্বাচিত সভাপতি বি.জে (অবঃ) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম, নির্বাহী সদস্য, ডা. হেলাল উদ্দিন আহমেদসহ বিএপির একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

সংশ্লিষ্ট খবর…
ডব্লিউপিএ আঞ্চলিক কংগ্রেসে প্রতিযোগীতার জন্য গল্প আহ্বান

/এসএস/মনেরখবর/

Previous articleজাতির পিতার সমাধিতে বিএপি’র শ্রদ্ধা
Next articleআমার মনে হয় এক্ষুণি মারা যাবো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here