সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

‘সবার মানসিক স্বাস্থ্য ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে বিশ্ব ‘মানসিক স্বাস্থ্য দিবস’।

এ উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) সকালে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতনদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

মানসিক রোগ বিভাগের বিভাগীয় বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দিপেন্দ্র নারায়ণ দাস এর সভাপতিত্বে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক এবং বিশেষ অতিথি ছিলেন, কলেজের পরিচাক ডা. এম এ সালাম।

বিকন ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে প্রোগ্রামের আয়োজন করে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

/এসএস/মনেরখবর/

Previous article‘মানসিক রোগের মধ্যেই মানসিক স্বাস্থ্য সীমাবদ্ধ নয়’
Next article‘যুদ্ধ ও আর্থিক দুরবস্থাও মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here