পাবনা মানসিক হাসপাতালের পরিচালক হলেন ডা. শাফকাত

পাবনা মানসিক হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডা. শাফকাত ওয়াহিদ।

সোমবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. শাফকাত ওয়াহিদকে পাবনা মানসিক হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

ডা. শাফাকাত ওয়াহিদের গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। ২০০১ সালে তিনি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ করেন। সর্বশেষ তিনি রাজশাহী মেডিক্যাল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

Previous articleআত্মহত্যা! কতগুলো বিলম্বিত প্রশ্নের হতাশাজনক উত্তর
Next articleআপনার কি বই-খাতা ও কাপড় নির্দিষ্ট ছঁকে গুছিয়ে রাখার অভ্যাস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here