সাইকিয়াট্রি কনফারেন্সে গোল্ডমেডেল ও অ্যাওয়ার্ড পেলেন যারা

0
396

বিএপির আন্তর্জাতিক সাইকিয়াট্রি কনফারেন্সে বিভিন্ন বিভাগে গোল্ডমেডেল অ্যাওয়ার্ডসহ পুরস্কার জিতেছেন ছয়জন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় শুরুতেই ‘প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২২’ বিজয়ী ডা. আহসান আজিজ সরকারের নাম ঘোষণা করে পুরস্কার তুলে দেন দেশের প্রবীণ ও প্রখ্যাত সাইকিয়াট্রিস্টস, বিএপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম।

এছাড়া ‘সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন ফেলোশিপ অ্যাওয়ার্ড-২২’ বিজয়ী হন ভারতের ডা. অসিম মেহরা, ‘প্রফেসর ডা. ওয়াজিউল আলম চৌধুরী রিসার্চ গ্রান্ট-২২’ অ্যাওয়ার্ড জিতেন ডা. জাকিয়া আহমেদ, মোহাম্মদ তারিকুল আলম বেস্ট পোস্টার প্রেজেন্ট অ্যাওয়ার্ড-২২’, এর প্রথম পুরস্কার জিতেন ডা. সৃজনী আহমেদ এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী হন যৌথভাবে ডা. নাঈম আক্তার আব্বাসী এবং ডা. খালেকুজ্জামান।

এটাও পড়ুন….
সাদা কালা গানের হাশিম মাহমুদকে বিএপির সম্মাননা ও নগদ অর্থ প্রদান

এছাড়া প্রোগ্রামে আউটস্টান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড জিতেছেন ডা. রুবিনা হোসাইন। বিজয়ীদের হাতে গোল্ডমেডেল, ক্রেস্ট, ৫০হাজার টাকার চেক ও অন্যান্য পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

এছাড়াও এসময় ওসামানী মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.গোপাল শংকরদে’কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। ডা. প্রাণ গোপালের হয়ে সম্মাননা গ্রহণ করেন তার মেয়ে ডা. সেজুতি দে।

বিজয়ীদের নাম ঘোষণা করছেন বিএপি’র সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড  ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশন- ‘ডব্লিউপিএ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফজাল জাভেদ, ‘সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন‘ (এসপিএফ) এর সভাপতি ডা. গৌতম সাহা, বিএপি প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম আবদুল আজিজ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯-৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হয় বিএপির ১১তম ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স (আইসিপি) এবং সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন-এসপিএফ এর ১৩তম সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স (এসআইপিসি)।

সংশ্লিষ্ট খবর…
শেষ হলো দুইদিনব্যাপী মনোরোগ বিশেষজ্ঞ সম্মেলন

দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলনে দেশ বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। এই কনফারেন্সে বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা, ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হয়েছে।

/এসএস/মনেরখবর/

Previous articleসাদা কালা গানের হাশিম মাহমুদকে বিএপির সম্মাননা ও নগদ অর্থ প্রদান
Next articleডিলুশন বা বিভ্রম এবং প্রচলিত বিশ্বাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here