আমি বাইপোলার ডিসঅর্ডারের একজন রোগী

প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

চিঠি :

আমার সমস্যা হচ্ছে, আমি বাইপোলার ডিসঅর্ডারের একজন রোগী। ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে এ রোগে ভুগছি। প্রথমদিকে যখন ম্যানিয়া চলছিলো তখন বুঝতে পারিনি। কিংবা কেয়ারও করিনি আমার এ রোগ আছে। তারপর ধীরে ধীরে ডাক্তারের প্রেসক্রিপশন পড়ে বুঝলাম আমি বাইপোলারে আক্রান্ত। এখন আমার ম্যানিয়া পিরিয়ড নেই, এর জন্য দেখা যাচ্ছে, মুড স্টিবিলাইজার হিসেবে 1/ valex 500mg আর 2/ lithosun 400mg শুধু এই ২ টা ঔষধ ব্যবহার করছি।

যেটা কষ্টের কথা সেটা হচ্ছে আমার পরিবারে কারো বংশত টাকের ইতিহাস নেই, আমিও চুলে উল্টাপাল্টা কিছু ব্যবহার করিনি। কিন্তু এই ঔষধগুলো খাওয়ার পর সাইড ইফেক্ট হিসেবে আমার মাথা সামনের দিক প্রায় টাক হয়ে গিয়েছে। এবং, এর তীব্রতা দিনকে দিন বেড়ে চলছে। এমন একটা সমস্যা পড়েছি যে, ঔষধ বন্ধ করতেও পারবো না। দীর্ঘদিন ঔষধ খেতে হবে। স্যারের কাছে এটাই প্রশ্ন স্যার এই ২ টা ঔষধের বিকল্প কিছু কি আছে? যাতে আমার চুলে ইফেক্ট হবে না। কেউ টাক বলবে না। নাকি আমি কোন চর্ম রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে এর সাথে 1/ minoxidil এবং 2/ finastoride খাবো? আসলে স্যার, টাক থাকটা কষ্টের। সব বন্ধুরা যখন টাক বলে, বয়স্ক কাকু বলে খুবই মনখারাপ হয়। আপনার উত্তরের অপেক্ষায় অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব স্যার।

নাম প্রকাশে অনিচ্ছুক।

অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এবং একটি বিষয় খুবই ভালো যে, আপনি পুরো রোগটি সম্পর্কে ভালোভাবে জেনেছেন এবং পড়েছেন। এটা খুবই দরকারী একটা জিনিস, আমাদের অধিকাংশ রোগী এবং রোগীর আত্মীয় স্বজন রোগ সম্পর্কে জানতে চায় না, বুঝতে চায় না। আপনাকে আবারো ধন্যবাদ এ ব্যাপারে জানার জন্য।

দ্বিতীয় কথা যেটা বলেছেন যে,  আপনি Valex এবং lithosun দুইটাই খান; এব্যাপারে আপনার সংশ্লিষ্ট ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। অনেক সময় Valex এর জন্য চুল পড়ে কিন্তু lithosun জন্য চুল পড়ার মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। সেক্ষেত্রে, আপনি যদি মনে করেন যে আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনার ওষুধগুলোর মাত্রা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বা আপনি Valex টা বন্ধ করতে পারেন। অন্যদিকে, চিকিৎসাটি মেইনটেইন করতে যে পদক্ষেপ নিতে হয় সে প্রক্রিয়াগুলো আপনি শিখে নিতে পারেন। তারপরও, এই মুহুর্তে আপনার মনের অবস্থা কেমন সেটার উপর এটি নির্ভর করবে। কাজেই, আমার মতে আপনার কনসালটেন্টের কাছ থেকে আপনি ভালো জবাবটা পেতে পারেন।

আরেকটা বিষয়, চুল পড়া যদি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হয়ে থাকে তাহলে কেবল সামনে থেকে হবে না। মানে ওষুধের জন্য চুল পড়লে মাথার সবদিক থেকেই পড়বে। আপনার সামনে থেকে চুল পড়াতে বুঝাই যায় যে, স্বাভাবিকভাবে মানুষের যেমন টাক পড়ে সেই উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজেই, ওষুধের জন্য যদি চুল পড়ে তাহলে মাথার সবখান থেকেই সমানভাবে চুল পড়েবে। আমার মনেহয় এই বিষয়গুলো একটু বিবেচনা করে দেখতে পারেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন মনেপ্রাণে। ধন্যবাদ।

  • পরামর্শ দিয়েছেন
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
    অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
    কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট– বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে। মানসিক স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন/পরামর্শ পেতে চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল করুন monerkhaboronline@gmail.com -ঠিকানায়।

[প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে। এখন অনলাইনে মনোরোগ চিকিৎসা প্রদান করছে মনের খবর। অনলাইনে মনোরোগ চিকিৎসা পেতে ভিজিট করুন www.mk4c.com]

  • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নম্বরে। অথবা, মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নম্বরে।
Previous articleসিওমেক মনোরোগ বিদ্যা বিভাগে ‘অপিনিয়ন এক্সচেঞ্জ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
Next articleথাইরয়েড হরমোনের রোগ চেনা জটিল কিছু নয়, হরমোন বিশেষজ্ঞের পরামর্শে এর সুচিকিৎসা হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here