সিওমেক মনোরোগ বিদ্যা বিভাগে ‘অপিনিয়ন এক্সচেঞ্জ প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিদর্শক দল ২৩ মে (মঙ্গলবার) সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) এর মনোরোগ বিদ্যা বিভাগ পরিদর্শন করে এবং ‘অপিনিয়ন এক্সচেঞ্জ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।

সিওমেক মনোবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর কে এস রয়েল এর সভাপতিত্বে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রধান ডা. বারদান জাং রানা সিওমেকে পরিচালিত ৬ টি বিশেষায়িত মানসিক স্বাস্থ্য ক্লিনিক, সাইকোথেরাপি এবং গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

ডা. মোহাম্মদ হাসান, এমডি ফেজ-বি (সাইকিয়াট্রি) সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. মোঃ রাহাত ইমাম, ফেইজ বি রেসিডেন্ট, এমডি (সাইকিয়াট্রি)। বক্তব্যে ভবিষ্যতের কর্মপন্থা এবং বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন সাইকিয়াট্রি ফেইজ বি’র চিকিৎসক ডা. ইমদাদুল মাগফুর।

মনের খবর ম্যাগাজিনের প্রিন্ট পিডিএফ পেতে- ক্লিক করুন।

Previous articleপ্রবীণ সাইকিয়াট্রিস্ট অধ্যাপক এ. এ. মুনিব স্যার এর সুস্থতা কামনা করছে মনের খবর
Next articleআমি বাইপোলার ডিসঅর্ডারের একজন রোগী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here