সাইকিয়াট্রি কনফারেন্সে বিতর্ক প্রতিযোগিতা : আবেদন সময় ১৫ সেপ্টেম্বর

সেপ্টেম্বরে অনুষ্ঠিত ১১তম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি’ (আইসিপি) এবং ১৩ তম ‘সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স’ (এসআইপিসি) -২২’- এ বিতর্ক প্রতিযোগতিারে আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)।

প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। সাইকিয়াট্রিস্টস, এমডি ফেইস বি রেসিডেন্ট, এফসিপিএস ও পার্ট টু ট্রেইনিগণ এতে অংশ নিতে পারবে। মনের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম সুমন।

তিনি জানান, প্রতিযোগিকে অবশ্যই ইংরেজিতে সাবলীল এবং বয়স ৪০ এর নিচে হতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে icp.bdbd@gmail.com -এ সিভি পাঠিয়ে আবেদন করতে হবে।

কনফারেন্সের আয়োজক কমিটির সদস্যা ডা. রুবিনা হোসাইন জানিয়েছেন, ‘কনফারেন্সের দ্বিতীয়দিন আবেদনকারীদের মধ্যে ডিবেট অনুষ্ঠিত হবে। ডিবেটের বিষয় নির্ধারিত হওয়ার পর আবেদনকারীদের জানিয়ে দেয়া হবে।’

উল্লেখ্য, আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ২২’ হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’তে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর ১১তম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি’ (আইসিপি) এবং সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন (এসপিএফ) এর ১৩ তম ‘সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স’ (এসআইপিসি) -২২’ অনুষ্ঠিত হবে।

/এসএস/মনেরখবর/

Previous articleবিচ্ছেদের পর মানসিক স্বাস্থ্য নিয়ে কী বলেছেন নাগা চৈতন্য?
Next article‘জরায়ু মুখের ক্যান্সার: কারণ, লক্ষণ ও চিকিৎসা’ শীর্ষক লাইভ অনুষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here