কুমিল্লা মেডিকেলের সাইকিয়াট্রি বিভাগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

0
17
কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

কুমিল্লা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের উদ্দ্যোগে গতকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে রালি, বৈজ্ঞানিক সেমিনার ও দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক সেমিনার ও দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা

বৈজ্ঞানিক সেমিনারের বক্তাবৃন্দ হলেন: অধ্যাপক ডা: মো. নিজাম উদ্দিন (বিভাগীয় প্রধান, সাইকিয়াট্রি বিভাগ), অধ্যাপক  ডা: মো: হারুন অর রশিদ (সহযোগী অধ্যাপক ডা: মো: শাহেদুল ইসলাম ও মেডিকেল অফিসার ডা: মো: সিরাজুল ইসলাম। অধ্যাপক ডা: মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল আজাদ, বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডা: মো: ইজাজুল  হক। বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে বক্তব্য রাখেন নিউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: মো: নাজমুল হাছান চৌধুরী এবং শিশু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা: মো: আজিজুল হোসেন।

কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় কলেজ ও হাসপাতালের শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ-সহ ছাত্র-ছাত্রীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

ডেস্ক রিপোর্ট/মনের খবর

Previous articleমানসিক স্বাস্থ্য দিবসে বিএসএমএমইউতে র‌্যালি, আলোচনা ও খাদ্য বিতরণ
Next articleআমরা মানসিক সমস্যায় ভুগছি কিন্তু স্বীকার করছি না : দীপু মনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here