মানসিক সমস্যা নিয়ে আমাদের দেশে সচেতনতার অভাব প্রচণ্ড। বিভিন্ন মাধ্যমে মানসিক সমস্যা বা মানসিক স্বাস্থ্য নিয়ে আলাপও খুব বেশি নেই। সিনেমা-নাটকে বিশেষ কোনো গল্প থাকলে সেটা মানুষকে অনেক বেশি আলোড়িত করে।
বিদেশী অনেক সিনেমায় মানসিক সমস্যা নিয়ে গল্প থাকলেও আমাদের দেশে তেমন নেই। এবার চরকি নির্মাণ করেছে এমন একটি ড্রামা থ্রিলার মুভি। আতিক জামানের পরিচালনায় নির্মিত ‘জাহান’ সিনেমায় অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান। এর গল্প নির্মিত হয়েছে মানসিক রোগ ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ এর এক চরিত্রকে কেন্দ্র করে।
গল্পে দেখা যাবে স্বামী শিহাবকে নিয়ে শান্ত স্বভাবের মেয়ে জাহানের সংসার। কিন্তু জাহান মানসিক রোগ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত। ফলে প্রায় সময় কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলে। শিহাব তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করে। এভাবেই গল্পটি এগিয়ে যায়।
এতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম, ইমেল হক, সাক্ষর কুণ্ডু দ্বীপ প্রমুখ। সিনেমাটোগ্রাফিতে ছিলেন তানভীর আহসান আর জাহিদ নিরব করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক।
/এসএস/মনেরখবর/