প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল monerkhabor@gmail.com -ঠিকানায়। আমাদের আজকের চিঠি পাঠিয়েছেন- মামুন (ছদ্মনাম)।
[প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে]
চিঠি :
আমার বয়স ২৪ বছর। পূর্বে প্রচুর হস্তমৈথুন করেছি। কিছুদিন হলো বাদ দিয়েছি। এখন বীর্য পাতলা হয়ে গিয়েছে। কামরস কেমন হয়? আমার হালকা গাঢ় রস বের হচ্ছে সামান্য উত্তেজনা হলেই। মনে হচ্ছে লিঙ্গের ভেতর দিয়ে কিছু বের হলো, তারপর টিপ দিলেই দেখছি হালকা গাঢ় সাদাটে তরল বের হয়েছে। এটার কারণ কী? এটা কি রোগ? কামরস তো স্বচ্ছ হয়, আমার হালকা ঘোলাটে হচ্ছে কেন? পরামর্শ আশা করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক
এটাও পড়ুন…..
অল্পতে রেগে যায়, নিজেকে অবহেলিত ভাবে
পরামর্শ : না এটা কোনো রোগ নয়। বরং এটা হওয়াই স্বাভাবিক। তুলনা করার জন্য এভাবে বলতে পারি, আমাদের ক্ষুধা লাগলে খাবারের গন্ধে যেমন মুখে লাল আসে এটিও তেমন একটি লালা। এই লালার নিঃসরণে কোনো ধরনের মানসিক বা শারীরিক ক্ষতির কোনো সম্ভাবনা নেই।
- তবে এই নিয়ে দুঃশ্চিন্তা করলে তা বিষণ্নতা বা উদ্বিগ্নতার মতো বিভিন্ন রকমের সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। তখন সেটা সবকিছুতেই পড়বে।
এই রস আসার কারণও খুব স্বাভাবিক। যৌন উত্তেজনার সাথেই এই রসের সম্পর্ক। ভয় পাওয়ার কিছু নেই। এ বিষয়ে আর কিছু জানতে চাইলে পরবর্তীতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
উত্তর দিয়েছেন,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে
/এসএস