শুদ্ধ ভালোবাসা মানুষকে পবিত্র রাখে: সংগীতশিল্পী সানী জুবায়ের

[int-intro]”শহরে এসেছে এক সুরের যাদুকর/ চোখে তার স্বপ্ন করেছে এখন ভর/ গানে গানে দেবে ভরে বিশ্ব চরাচর।” খ্যাতিমান গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী তিনি। গান করেন ক্ল্যাসিক্যাল ধারায়। সংগীতে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ভারতের হুমায়ুন বিশ্ববিদ্যালয় ও পরবর্তীতে সুইডেনের রয়্যাল ইউনিভার্সিটি কলেজ অফ মিউজিক কম্পোজিশন-এ। ‘নির্জন স্বাক্ষর’, ‘আপন খেয়াল’, ‘অদ্ভুত আঁধার এক’ সহ তাঁর বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। গানের মাঝেই তিনি খুঁজে পান নিজের ভালো থাকা। বিশ্বাস করেন শুদ্ধ ভালোবাসায়। তিনি সানী জুবায়ের। মনেরখবর পাঠকের মুখোমুখি হয়ে এবার তিনি জানাচ্ছেন তাঁর মনের কথা, স্বপ্নের কথা, সংগীতের কথা, ইচ্ছের কথা। সাক্ষাৎকার নিয়েছেন মুহাম্মদ মামুন। [/int-intro]
[int-qs]কেমন আছেন?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]ভালো আছি।[/int-ans]
[int-qs]ভালো থাকতে কী করেন?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]ভালো থাকতে গান করি।[/int-ans]
[int-qs]গান কীভাবে ভালো রাখে?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]মানুষ যদি তার কোনো কাজের ব্যাপারে খুব বেশি প্যাশনেট হয় তাহলে সেই কাজের ভেতরে সে ভালো থাকতে পারে।[/int-ans]
[int-quote]গান শুনলে মানুষ আন্দোলিত হয়, অনুভূতিগুলোর সাথে একাত্ম হতে পারে। রোগীদের জন্য হয়তো ভালো থাকার একটা উপায় এটি হতে পারে। তবে আবার এর উল্টোপিঠও রয়েছে। সংগীতের ভেতরে থাকা অনেক মানুষ যেমন এলভিস প্রিসলির মতো অনেক বিখ্যাত সংগীত শিল্পী মানসিকভাবে অসুস্থ হয়ে অকাল মৃত্যুতে ঢলে পড়েছে।[/int-quote]
[int-qs] দেশ জাতিভেদে সুর, ভাষার ভিন্নতার পরও ভিন্ন ভিন্ন দেশের সংগীত ভালো লাগে। বিশ্বসংগীতের ঐক্যটা কোথায়?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]সব সংগীত যে ভালো লাগে ব্যাপারটা তা নয়। সংগীতের একটা অন্তর্নিহিত শক্তিশালী ব্যাপার রয়েছে যেটা মানুষের মনের গভীরে পৌঁছতে পারে। সংগীত যদি সুস্থ ও শুদ্ধ হয় তবেই সে সংগীতটি যেকোনো সমাজ জাতির মানুষের ভালো লাগতে বাধ্য। সংগীত শাশ্বত। যার কারণে আমরা যদি ভাষাটা নাও বুঝি তবুও সুর আমাদের গভীরে স্থান করে নেয়। [/int-ans]
[int-qs]সংগীত কি মানসিকভাবে সুস্থ থাকার একটা উপায় হতে পারে?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]গান শুনলে মানুষ আন্দোলিত হয়, অনুভূতিগুলোর সাথে একাত্ম হতে পারে। রোগীদের জন্য হয়তো ভালো থাকার একটা উপায় এটি হতে পারে। তবে আবার এর উল্টোপিঠও রয়েছে। সংগীতের ভেতরে থাকা অনেক মানুষ যেমন এলভিস প্রিসলির মতো অনেক বিখ্যাত সংগীত শিল্পী মানসিকভাবে অসুস্থ হয়ে অকাল মৃত্যুতে ঢলে পড়েছে। [/int-ans]
[int-qs]মন খারাপ হয়?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]হ্যাঁ, মন খারাপ হয়।[/int-ans]
[int-qs]মন ভালো করতে কী করেন?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]সেভাবে কিছু করি না। মাঝে মাঝে সিনেমা দেখি আর মন ভালো হওয়ার জন্য অপেক্ষা করি।[/int-ans]
[int-qs]রাগ হয়?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]রাগ হয়।[/int-ans]
[int-qs]রাগ নিয়ন্ত্রণ করেন কীভাবে?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]রাগ আমি এমনিতেই নিয়ন্ত্রণ করতে পারি, এর জন্য বিশেষ কিছু করা লাগে না। বলতে পারেন এটা আমার একটা জন্মসূত্রে প্রাপ্ত প্রকৃতি প্রদত্ত একটি উপহার।[/int-ans]
[int-img name=””]https://monerkhabor.com/wp-content/uploads/2016/05/২.jpg[/int-img]
[int-qs]স্মৃতি কাতরতা রয়েছে?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]স্মৃতি আছে, স্মৃতি নিয়ে ভাবি। তবে কাতরতা নেই।[/int-ans]
[int-qs]সফল সংগীতকার ও সংগীতশিল্পী হওয়ার পেছনে মানসিক প্রভাব কতটুকু?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]প্রচণ্ড মানসিক শক্তি দরকার। অনেক অনেক। [/int-ans]
[int-qs]সংগীত শিক্ষায় কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”] যখন সুইডেনে গান শিখি তখন আমার টিউশন ফি ফ্রি থাকলেও থাকা খাওয়ার খরচ নিজে জোগাড় করতে হতো। একসাথে তিনটা অড জব করে থাকা খাওয়ার খরচ জোগাতাম। খুব কষ্টকর সময় ছিল সেটা আমার জন্য। [/int-ans]
[int-qs]আপনার নিজের করা একটি প্রিয় গানের কথা বলুন যেটি এই মুহুর্তে আপনার মনে পড়ছে।[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]অদ্ভুত আঁধার এক  এলবামে একটি গান আছে, ‘এই দিন একদিন অবসরে চলে যাবে, শীতের সকালগুলো স্মৃতির উঠোনে রোদ পোহাবে। সেই দিন ফেলে আসা দিনগুলো ভালোলাগা হয়ে যেন থাকে। [/int-ans]
[int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]হ্যাঁ দেখি।[/int-ans]
[int-qs]কেমন সে স্বপ্নগুলো?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]এক্ষেত্রে CUMMINGS-এর কবিতার একটি লাইন বলবো, ‘DEEDS CANNOT DREAM WHAT DREAMS CAN  DO.'[/int-ans]
[int-qs]মানসিক রোগে আক্রান্ত হয়েছেন কখনও?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]না, হইনি। তবে অনিন্দ্রা যদি কোনো মানসিক রোগ হয়ে থাকে তাহলে সেটি আমার ভীষণভাবে রয়েছে।[/int-ans]
[int-qs]সংগীতশিল্পী না হলে কী হতেন?[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”] ফুটবলার হতে চেয়েছিলাম। কিন্তু পায়ের ইনজুরির কারণে খেলাটা বন্ধ করে দিতে হলো পুরোপুরি।[/int-ans]
[int-qs]মনের খবর পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন।[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]মনের খবর পাঠকদের উদ্দেশ্যে বলবো যে মনের সমস্যা হলে তারা যেন নিজে নিজে কিছু না করে ডাক্তারের পরামর্শ নেন।[/int-ans]
[int-qs]মনের খবরে সময় দেয়ার জন্য ধন্যবাদ।[/int-qs]
[int-ans name=”সানী জুবায়ের”]ধন্যবাদ মনের খবরকেও।[/int-ans]
[int-quote]মনের খবর পাঠকদের উদ্দেশ্যে বলবো যে মনের সমস্যা হলে তারা যেন নিজে নিজে কিছু না করে ডাক্তারের পরামর্শ নেন।[/int-quote]

Previous articleশিশু নির্যাতন
Next articleলেখাপড়ার কথা মনে হলেই আমার ভয় লাগে এবং মনে হয় লেখাপড়া অনেক কঠিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here