যুক্তরাষ্ট্রে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিল পাশ

গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ-এ মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বিল পাশ হয়েছে।
টিম মারফির উত্থাপিত Helping Families in Mental Health Crisis Act নামক বিলটি হাউজে ৪২২-২ ভোটের ব্যবধানে পাশ হয়।
২০১৩ সালে ‘স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল’এ ঘটে যাওয়া মর্মান্তিক হতাহতের ঘটনার প্রেক্ষিতে হাউজ রিপ্রেজেন্টেটিভ ও মনোবিজ্ঞানী টিম মারফি বিলটি উত্থাপন করেন।
প্রায় সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হওয়ায় উচ্ছাসিত মারফি আশা প্রকাশ করেন, ‘ঐতিহাসিক এ ভোট আমেরিকাবাসীর কঠিন মানসিক রোগে চিকিৎসাহীনতার পরিসমাপ্তি ঘটিয়ে সহযোগিতা ও নতুন আশার সূচনা করবে।’
তিনি আরও বলেন, ‘মানসিক রোগ নিয়ে ভুল ধারণা এবং কুসংষ্কারের যুগ আমরা পেরিয়ে এসেছি, মানসিক রোগকে অবহেলা করার কোনো সুযোগ আর আমাদের নেই।’
এদিকে হাউজ অব রিপ্রেজেন্টিটিভে বিলটি পাশ হওয়া নিয়ে আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন স্বাগত জানিয়ে এক বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করে যে এ বছরের মধ্যেই বিলটি সিনেট থেকে চুড়ান্ত অনুমোদন পাবে।
তথ্যসূত্র- ওয়ালস্ট্রিট জার্নাল, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন ওয়েবসাইট
 
আন্তর্জাতিক ডেস্ক, মনেরখবর.কম

Previous articleমনে মনে কবিতা
Next articleআমি নিজেকে উপস্থাপন করতে পারি না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here