যশোরে মানসিক স্বাস্থ্য বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

“মানসিক স্বাস্থ্য যেটি স্বাস্হ্য ব্যবস্থার অবিচ্ছেদ্ব অংশ” বিষয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) যশোর শাখার উদ্যোগে আজ ( ৩০/০৯/১৬) একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা লি: এর সহযোগিতায় আয়োজিত শহরের একটি রেস্তরায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. নাসিম রেজা।
সংগঠনের সহ সভাপতি ডাক্তার আবু সুফিয়ান শান্তির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য।
মূল বক্তা ছিলেন ঢাকার বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
পেপটিক আলসার চিকিৎসায় রাবেপ্রাজলের গুরুত্বপূর্ণ ভুমিকা বিষয়ে আলোচনা করেন বেক্সিমকো ফার্মা লি: এর ডা. মো. তানজিমুল ইসলাম সৈকত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ডা. এস আজিজুল ইসলাম, আয়োজক কমিটির আহবায়ক ডা. শাহিদুর রহমান, বেক্সিমকো ফার্মা লি: এর সহকারি সেলস ম্যানেজার জনাব মোস্তাক মোর্শেদ। উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন খান, যশোর বিপিএমপিএ’র সাবেক সভাপতি ডা. আহসান কবীর, ডা. মেজবাহ উর রহমান, যশোর বিএমএ’ র সাধারণ সম্পাদক ডা. এম এ বাসার, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও যশোর স্বাচিপের সভাপতি মুক্তিযাদ্ধা আল্হাজ্ব ডা. ইয়াকুব আলী মোল্লা, ডা. এস এ সিদ্দিক, ডা. মোজাম্মেল হোসেন, ডা. রুহানী উল করিম, ডা. কেএস আলম, ডা. জিসি বোস, ডা. টমাস হালদার, ডা. তানিয়া বাসার, ডা. মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল আলম, ডা. আমিনুর রহমান প্রমূখ।
সম্মেলন শেষে রেফেল ড্র অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleবিষণ্নতা ও বাস্তবতা
Next articleস্বপ্ন আছে মেডিসিনের ওপর আরো কিছু বই লেখার: প্রফেসর এবিএম আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here