মানুষ নিজেকে সাধারনের চেয়ে বুদ্ধিমান ভাবে

0
37

বেশীরভাগ মানুষ নিজেকে সাধারনের চেয়ে বুদ্ধিমান ভাবে বলে এক গবেষণায় প্রমাণিত হয়েছে। দুটি দেশের ২৮২১ জন মানুষের অংশগ্রহণে একটি গবেষণা করা হয়। গবেষণাটি হয় টেলিফোন পোলিং ও অনলাইনে। যে সিদ্ধান্তে আসার জন্য এই গবেষণাটি, তা হলো মানুষ নিজেকে অতি মূল্যায়ন করার যে দক্ষতা তা হিউম্যান সাইকোলজির একটি স্থায়ী বৈশিষ্ট্য হতে পারে।

অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘আমি সাধারনের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান’ এই উক্তিটির সাথে তারা কতটা সম্মত?

গবেষণার ফল অনুযায়ী দুই তৃতীয়াংশ বা ৬৫ শতাংশ আমেরিকান বিশ্বাস করে তারা সাধারণের চেয়ে বেশি বুদ্ধিমান। গবেষকরা এটাও খেয়াল করেন, যে যত বেশি শিক্ষিত ও বয়সে তরুণ সে তত বেশি উক্তিটির সাথে সম্মত।

কিন্তু গবেষকরা ভেবেছিলেন, অর্ধেক মানুষ মনে করবে তারা সাধারণ মানুষের মতো আর বাকিরা সাধারণের চেয়ে নিচে। কিন্তু গবেষণার ফলাফল এই ভাবনার সাথে মিলেনি।

এখানে লিঙ্গ ভেদে ফলাফলের পার্থক্যও আছে। পুরুষেরা নারীদের চেয়ে নিজেদের বেশি সুন্দর, বুদ্ধিমান ও দক্ষ ভাবেন। টেলিফোন জরিপে ৭১ শতাংশ পুরুষের সাথে ৫৯ শতাংশ নারী এবং অনলাইন জরিপে ৭২ শতাংশ পুরুষের সাথে ৬০ শতাংশ নারী উক্তিটির সঙ্গে সম্মত হন।
তথ্যসূত্র: সাইকোলজি টুডে।
অনুবাদটি করেছেন সুস্মিতা বিশ্বাস।

Previous articleসবসময় মনে একটা আতঙ্ক- মারা যাবো
Next articleঅক্ষম নারীর কামোত্তেজনা বাড়াবে নিউরো-মডুলেশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here