মাদকাসক্তি নিয়ে বীকন পয়েন্টে অভিভাবক সভা

মাদক নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ‘বীকন পয়েন্ট’ ২৭ মার্চ বিকাল ৪ টায় একটি অভিভাবক সভার আয়োজন করেছে। ‘আসুন মাদকের অপব্যবহার ও তার প্রতিকার নিয়ে কথা বলি’- প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে এই অভিভাবক সভা। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পরামর্শকবৃন্দ। সবার জন্য উন্মুক্ত এ অভিভাবক সভায় যোগ দিযে আপনিও সচেতন হতে পারেন মাদকের অপব্যবহার সম্পর্কে, সন্তান ও পরিবারকে রক্ষা করতে পারেন মাদকাসক্তির ছোবল থেকে। গুলশান ১ এর ২৩ নং রোডের ৪ নাম্বার বাড়িতে অবস্থিত বীকন পয়েন্ট, সেখানেই অনুষ্ঠিত হবে এই অভিভাবক সভা। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭১৩০১২৬৫৭, ০১৯৮৫৫৫০৬৭৮ নাম্বারে।
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleসিআরপির উদ্যোগে মানসিক স্বাস্থ্যসেবায় ডে সেন্টার চালু
Next articleমাসিক মনের খবর-এর মার্চ সংখ্যা এখন বাজারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here