বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

0
17

আজ বুধবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিটস, চ্যানেল আই ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য কয়েকজন মানসিক রোগ বিশেষজ্ঞ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
গোলটেবিল বৈঠকে সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের সভাপতি অধ্যাপক ডা. মো: ওয়াজিউল আলম চৌধুরী। এছাড়া সভায় বিশেষ আলোচনা পর্বটি সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. জিল্লুর রহমান খান।
অনুষ্ঠানে বিশেষজ্ঞের মতামত প্রদান করেন অধ্যাপক ডা. ফারুখ আলম, অধ্যাপক ডা. তাজুল ইসলাম, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. এ. এইচ এম মোস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মো: আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. সাহিদা চৌধুরী, অধ্যাপক ডা. নাহিদ মেহজাবিন মোর্শেদ, অধ্যাপক ডা. এম. এ. সালাম, ডা. মো: দেলোয়ার হোসেন, ডা. মেখলা সরকার সহ আরও অনেকে।
এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’। আলোচনা অনুষ্ঠানে বিশেষজ্ঞগণ তরুণদের মানসিক সুস্বাস্থ্যের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল পর্যায়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

Previous articleবিএসএমএমইউতে কুইজ প্রতিযোগিতা
Next articleআজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here