বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ ও বিএপি এর উদ্যোগে মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা অনুষ্ঠিত

0
86
বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ ও বিএপি এর উদ্যোগে মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা অনুষ্ঠিত
ছবি: তৌহিদুল ইসলাম সুমন/মনের খবর

বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সমস্যা দূরকরণে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যসেবার বিস্তৃতি বাড়ানো এবং আন্ডারগ্রাজুয়েট কারিকুলামে মানসিক স্বাস্থ্য বিষয়ের অর্ন্তভূক্তির জোর দাবি জানান মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ

সারাবিশ্বে এমনিতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা একটি বড় সমস্যা। করোনা মহামারী কালে বিশ্বের দেশে দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ায় এই মানসিক স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে মনে করেন দেশের মানসিক রোগ বিশষেজ্ঞরা।

৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এর মনোরোগবিদ্যা বিভাগ এবং বাংলাদেশের মনোরোগ বিশষজ্ঞদের বৃহৎ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা জানান।

শনিবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারন্টিনেন্টালে এবছর মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্য সমস্যা দূরকরণে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যসেবার বিস্তৃতি বাড়ানো এবং আন্ডারগ্রাজুয়েট কারিকুলামে মানসিক স্বাস্থ্য বিষয়ের অর্ন্তভূক্তির জোর দাবি জানান মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএসএমএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহম্মেদ নিজের অবস্থান থেকে দেশের মানসিক স্বাস্থ্য চিকিৎসা খাতের উন্নয়নে সর্বাত্মক সহেযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার দূর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় চেয়ারপার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।

এছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্টাল ডিজ-অ্যাবিলিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী, বিএপি এর সহ-সভাপতি অধ্যাপক ডা. মোহিত কামাল, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. এম এস আই মল্লিক।

বিএপি এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সিফাত ই সাইদ।

সভায় দেশের খ্যাতনামা প্রবীণ এবং নবীণ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ এবং সাইকিয়াট্রির রেসিডেন্ট চিকিৎসকবৃন্দ অশংগ্রহণ করে। সভায় সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল ইউনিমেড ইউনিহেলথ। সভায় ভোট অব থ্যাংকস প্রদান করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হাসান।

সভায় দেশের চিকিৎসকের লেখা পোস্ট গ্রাজুয়েশন এর মেডিক্যাল শিক্ষার্থীদের একাডেমিক পাঠ্য সহায়ক মানসিক রোগ বিষয়ক বই `Case Based Learning Exercise in Psychiatry’ এর মোড়ক উন্মোচন করা হয়

সভাটি সরসরি সম্প্রচার করে মনের খবরটি। পুরো সভাটি এখানে দেখুন

আরও পড়ুন: মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর নানা আয়োজন

আরও পড়ুন: জেনে নিন মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আগাম তথ্য

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleউন্মোচিত হল `Case Based Learning Exercise in Psychiatry’ বইয়ের মোড়ক
Next articleমানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিক্যালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here