নিয়মিত ঔষধ সেবন করলে সিজোফ্রেনিয়া ভালো হয় বা নিয়ন্ত্রণে থাকে

সমস্যা: আমি আবুল কাশেম। আমার কয়দিন আগে হঠাৎ বুক ধড়ফড় শুরু হয়, হাত পা কাঁপা শুরু হয় এবং ক্লান্ত লাগা শুরু হয়, আমার মনে হচ্ছে আমি মারা যাবো।৩০ মিনিট পরে সব আবার ঠিক হয়ে যায়। ডাক্তার ইসিজি এবং এক্স রে করার পরে জানান কোনো রোগ নাই। এরপরে আমার মাথা ঘোরায়, আমার মনে হয়, আমার কোনো বড় রোগ হয়েছে, এটা চিন্তা হলে মন আরো অস্থির হয়ে যায়। এখন ভয়ে কোথাও বেড়াতে যেতে পারি না।
পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ কাশেম সাহেব। আপনার কোনো কিছুতে আগ্রহ না থাকা, সব সময় চিন্তিত থাকা এসব বিষন্নতা জনিত মানসিক রোগের উপসর্গ এবং জনবহুল জায়গায় যেতে ভাল না লাগা, চোখে চোখ রেখে কথা বলতে না পারা সামাজিক ভীতিজনিত অসুস্থতার লক্ষণ। কিন্তু হ্যালুসিনেশন বা অলীক শ্রবণ সিজোফ্রেনিয়ার একটি অতি গুরুত্বপূর্ণ উপসর্গ। সিজোফ্রেনিয়ার সাথে দীর্ঘমেয়াদে এই দুটি মানসিক রোগের উপসর্গ চলে আসতে পারে। মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ মোতাবেক নিয়মিত ঔষধ সেবন করলে সিজোফ্রেনিয়া ভালো হয় বা নিয়ন্ত্রণে থাকে। আবারো ধন্যবাদ।

Previous articleকার প্রত্যাখ্যান বাচ্চার উপর বেশি প্রভাব ফেলে? বাবা নাকি মা?
Next articleবন্ধুত্ব ছিন্ন হওয়ার পর যেভাবে বন্ধুর সাথে মিশবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here