গর্ভকালীন এবং প্রসব পরবর্তী শারীরিক, মানসিক জটিলতা

0
52

নিজস্ব প্রতিনিধি : আসছে ২১ জুলাই (শুক্রবার) ঠিক রাত ৮ টা থেকে মনের খবর টিভির বিশেষ আয়োজন- “শরীর ও মন” একযোগে প্রচারিত হতে যাচ্ছে মনের খবর টেলিভিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে। শরীর ও মন একটি অপরটির পরিপূরক। আমাদের মানব জীবনে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থ্যতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানটি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বারা নিবেদিত।

এবারের বিষয়: গর্ভকালীন এবং প্রসব পরবর্তী শারীরিক, মানসিক জটিলতা।

“শরীর ও মন” নিয়ে মনের খবর টেলিভিশনের সূচনা পর্বে অতিথি হিসেবে আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করবেন, ডা. ফরিদা ইয়াসমিন সুমি, সহকারী অধ্যাপক (গাইনি), চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং উক্ত পর্বে আরও উপস্থিত থাকবেন ডা. রেদওয়ানা হোসেন, সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ডা. সুস্মিতা সরকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে লাইক করে রাখতে পারেন মনের খবর টিভির ফেইসবুক পেইজ এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

মনের খবর টিভির নিয়মিত সকল আপডেট পেতে এখানে ক্লিক করুন

Previous articleময়মনসিংহ মেডিকেল কলেজে দুই শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
Next article‘কিশোর-কিশোরীদের মাঝে বাড়ছে সোশাল অ্যাংজাইটি ডিজর্ডার’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here