সিলেটে মনোরোগবিদ্যা বিভাগের ষষ্ঠ রেসিডেন্ট ব্যাচ এর অভ্যর্থনা

0
34
সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্সী ষষ্ঠ ব্যাচ এর শিক্ষার্থীদেরকে অভ্যর্থনা জানানো হয়েছে। গতকাল (২১ মার্চ) বৃহস্পতিবার অভ্যর্থনা পর্বটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ  এর মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুস্মিতা রায়, সিলেট ওসমানি মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও  সহযোগী অধ্যাপক  ডা. আর কে এস রয়েল এবং সহযোগী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী। তারা সকলেই নবাগত রেসিডেন্টদের ভবিষৎ সাফল্য কামনা করেন।
এছাড়াও  মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈজ্ঞানিক আলোচনা করেন সিনিয়র রেসিডেন্ট ডা: এ কে এম শফীয়ুল আযম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ফেইজ – বি রেসিডেন্ট ডা. ইমদাদুল মাগফুর এবং ডা. আফরোজা আক্তার।
মনোরোগবিদ্যা বিভাগের ষষ্ঠ ব্যাচে  ভর্তিকৃত রেসিডেন্টরা হলেন ডা. অনামিকা চৌধুরী, ডা. রাহাত ইমাম, ডা. কাকন কুমার দে এবং ডা. হাসান।
মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে এখানে ক্লিক করুন: https://www.monerkhabor.com/stall/
প্রতিবেদনটি তৈরি করেছেন: ডা. আফরোজা আক্তার
Previous articleমনোরোগ চিকিৎসার নতুন মুখ যারা
Next articleওথেলো সিনড্রোমঃ ভালোবাসাজনিত সন্দেহপরায়ণতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here