মনোরোগ চিকিৎসার নতুন মুখ যারা

0
90

দেশে মানসিক রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে। সেই হারে বাড়েনি মনোরোগ চিকিৎসকের সংখ্যা । ২০০৯ ও ২০০৫ সালে সর্বশেষ যে জাতীয় সমীক্ষা দুটি হয়েছে তার ফলাফল অনুযায়ী, প্রতি পাঁচজনের মধ্যে অন্তত একজন কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। অথচ দুটি বিশেষায়িত মানসিক হাসপাতালসহ সব মিলিয়ে দেশে রয়েছে মোটে ৭০০-এর মতো শয্যা। দেশে রয়েছে ২০০-এর সামান্য বেশি মানসিক রোগ চিকিৎসক, আর ৫০ জনের মতো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। অর্থাৎ প্রতি এক লাখ মানুষের জন্য চিকিৎসক রয়েছেন শূন্য দশমিক ৫০ জন।
তবে মনোরোগ চিকিৎসকের এই সংকটকালে দেশের মানসিক স্বাস্থ্য সেবায় যুক্ত হয়েছেন আরো বেশ কয়েকজন তরুণ মনোচিকিৎসক। সম্প্রতি তারা সাইকিয়াট্রিস্ট উর্ত্তীণ হয়েছেন। নিচে এসব তরুণ সাইকিয়াট্রিস্টদের নাম দেওয়া হলঃ
 
 
ডা. শাহরিয়ার ফারুক অনিক (এমডি)

ডা. ফাতিমা জোহরা মারিয়া (এমডি)

ডা. নাসির উদ্দিন আহমেদ (এমডি)

ডা. গোলাম মোস্তফা (এমডি)

ডা. মোহাম্মাদ আসিফ খান (এমসিপিএস)

ডা. এ এস এম রেদোয়ান (এম ডি)

ডা. মেজর মো. আজাদ হোসেন (এফসিপিএস)

ডা. এস.এম ইয়াসির আরাফাত (এমডি)

ডা. নাঈম আক্তার আব্বাসী (এমসিপিএস)

ডা. রাইসুল ইসলাম (এমডি)

ডা. সাঈয়েদ্যুল আশরাফ (এমডি)

ডা. মো. আব্দুল মতিন (এমডি)

ডা. আহসান আজিজ সরকার (এমসিপিএস)

ডা. নিয়াজ মোহাম্মাদ খান (এমডি-চাইল্ড সাইকিয়াট্রি)

এবং ডা. আরমান হোসেন (এফসিপিএস)।

মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান জানতে এখানে ক্লিক করুন: https://www.monerkhabor.com/stall/

Previous articleঢাবিতে বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত
Next articleসিলেটে মনোরোগবিদ্যা বিভাগের ষষ্ঠ রেসিডেন্ট ব্যাচ এর অভ্যর্থনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here