বয়‌সের একটা পর্যা‌য়ে এসে স‌লো সে‌ক্সের প্র‌তি মানুষ আগ্রহ হা‌রি‌য়ে ফে‌লে

সমস্যা:
স্যার
, আমার নাম শুভ বয়স ২৪ বছর অবিবাহিত আমার সমস্যাটা হল আমার লিঙ্গউত্থান হচ্ছে না। প্রায় বছর আমি এই সমস্যায় ভুগছি। স্যার আমি অতিরিক্ত এবং দিনে একাধিকবার প্রতিনিয়ত বছর ধরে উত্তেজক ভিডিও দেখে হস্তমৈথুন করেছি বছর আগে আমার মানসিক সমস্যা বা মনোরোগ ছিল এবং এর জন্য আমি প্রচুর দুশ্চিন্তা মানসিক চাপে ভুগেছি দীর্ঘদিন কিন্তু তখনও লিঙ্গের কোনো সমস্যা ছিল না। কিন্তু চলতি এই ২ বছর সমস্যাটা হচ্ছে এবং একেবারেই উত্থান হয় না, শক্ত হয় না, আর যদি জোর পূর্বক হস্তমৈথুন করে উত্থিত করার চেষ্টা করলেও হয় না, ঘুমের মধ্যেও উত্থান হয় না। স্যার আমার এই সমস্যার কি সমাধান আছে? এটা কি নিরাময় যোগ্য? দয়া করে একটু বলবেন, আমি দুশ্চিন্তায় ভুগছি এটা নিয়ে। আমি কি কোনো চিকিৎসকের নিকট যাব?

পরামর্শ:
ভাই শুভ দেরীতে উত্তর দেওয়ার জন্য দুখিত নের খবর সময় মত আমার কাছে আপনার প্রশ্ন পাঠিয়েছি কিন্ত ব্যস্ততার কারণে সময় মত উত্তর দেয়া সম্ভব হয়নি আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ আপনি লেছেন দুই বছর মানসিক সমস্যায় ভুগেছিলেন কি ধরনের সমস্যা য়েছিল এবং কি ধরনের ঔষধ সেবন করতে য়েছিল সেটা কিন্ত লেননিবে মানসিক সমস্যা চলাকালিন আপনার যৌন সমস্যা ছিল না পরবর্তিতে য়েছে লিঙ্গ উত্থান চ্ছে না এমনকি ঘুমের ধ্যেও চ্ছে না প্রশ্ন চ্ছে বর্তমানে আপনি কেমন আছেন? কোনো রকম উদ্বেগ বা দু
শ্চিন্তায় ভুগছেন কি না দি মানসিক ভাবে আপনি ভালো থাকেন তাহলে এই মুহুর্তে মানসিক রোগের ঔষধ চলছে কি না দি কোনো ঔষধ না লে এবং মানসিক ভাবেও ভালো থাকেন তাহলে বলা যায় আপনার সমস্যাটা ইরেক্টাইল ডিসফাংশন আপনি বিবাহিত কিনা লেন নি ইরেক্টাইল ডিসফাংশন চিকিৎসার ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্ব পুর্ণ বয়সের একটা পর্যায়ে এসে লো সেক্সের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলে তখন স্বাভাবিক নিয়মেই উত্তেজনা আসে না
হস্তমৈথুন কোনো ক্ষতিকর যৌনাভ্যাস নয় প্রতিদিন দুই তিনবার হস্তমৈথুন যৌন ক্ষমতার কোনো ক্ষতি রে না তাই অতীতের যৌনাচরণের জন্য চিন্তিত হওয়ার কিছু নেই আপনার সমস্যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নোরোগবিদ্যা র্হিবিভাগে যোগাযোগ করতে পারেন এই বিভাগ কর্তৃক রিচালিত সাইকিয়ট্রিক সেক্স ক্লিনিকে আপনার চিকিৎসা বে অথবা আপনার নিকটস্থ মানসিক বিশেষজ্ঞের কাছেও আপনি চিকিৎসা নিতে পারেন
পরামর্শ দিচ্ছেন,
ডা. এস এম আতিকুর রহমান


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleনভেরা আহমেদের মনোজগত
Next articleপতাকা বিক্রি করতে ‘ভালো লাগে’
বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here