বিএপি’র ‘আসক্তি ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা

0
15

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস বিএপি’র উদ্যোগে ‘আসক্তি ব্যবস্থাপনা’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হবে। ঢাকার অদূরে সাভার ব্র্যাক সিডিএমে ২০-২১ ফেব্রুয়ারী কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

বিএপি’র সকল সদস্যগণ কর্মশালায় রেজিষ্ট্রেশন করতে পারবেন। রেজিষ্ট্রেশন করতে bap.psychitristbd.com লিংকে ৩১ জানুয়ারীর মধ্যে আবেদন করতে হবে।

এছাড়াও বিস্তারিত জানতে বিএপি’র সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলমের সাথে যোগাযোগ করতে আহ্বান জানানো হচ্ছে।

এপিট্রার সৌজন্যে কর্মশালায় ষ্ট্রাটেজিক পার্টনার এথেনা ও সোলাস এবং সায়েন্টিফিক পার্টনার হিসেবে থাকছে স্কয়ার।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

 

Previous articleদৈনিক অনুশীলনে মানসিক অসুস্থতা বিষয়ক সেমিনার
Next articleখ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজওয়ানা কাদেরী আর নেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here