পথশিশুদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় মাইন্ড-ব্লোয়িং সাইকোলজিকাল টিম

0
33
পথশিশুদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় মাইন্ড-ব্লোইং সাইকোলজিকাল টিম

সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে অবহিত করতে “মনের আড্ডা উইথ কিডস” নামে সচেতনতা কর্মসূচি পালন করেছে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন- মাইন্ড-ব্লোয়িংসাইকোলজিকাল টিম।
গতকাল (৫ জানুয়ারি) রবিবার বিকেলে ‘সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন, মিরপুর ব্র্যাঞ্চের সহায়তায় মিরপুর চিড়িয়াখানার সামনে এই  কর্মসূচি পালন করে মাইন্ড-ব্লোয়িংসাইকোলজিকাল টিম। আড্ডাধর্মী এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুবিধাবঞ্চিত শিশুরা কিভাবে নিজেদেরকে যৌন হয়রানি মত বিষয়গুলো থেকে রক্ষা করবে, কিভাবে নিজেদের শারিরিক যত্নের পাশাপাশি মনের যত্ন নিতে পারে, সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সাইকোলজিকাল গেমের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদেরকে খেলার ছলে আনন্দ দেওয়ার মাধ্যমে শিশুদেরকে শেখানোর চেষ্টা করিছি কিভাবে সমাজের বোঝা নয়, কিভাবে নিজের মনকে ভালো রেখে সমাজের সম্পদে পরিণত হতে হয়, এবং সুবিধাবঞ্চিত শিশুরা কিভাবে সীমিত সুযোগ ভোগ করেও শান্তিতে বসবাস করতে পারে। 

আয়োজকরা বলেন, পথশিশুদের সঠিক পরিচর্যা দিতে পারলে তারাও যেতে পারে অনেক দূর। সুবিধা বঞ্চিত এসব শিশুরা অযত্নে অবহেলায় বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এতে বিপর্যস্ত মানসিকতা নিয়ে বেড়ে উঠছে তারা। তাই এসব সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এই এয়াজন
আগামী দিনগুলোতে মানসিক স্বাস্থ্যসেবা সকলের মাঝে ছড়িয়ে দিতে মাইন্ড-ব্লোয়িং সাইকোলজিকাল টিমের পক্ষ থেকে শিশুদের পাশে থাকার আহব্বান জানান আয়োজকরা।
Previous articleশিক্ষাপ্রতিষ্ঠানে কেন মনোবিদ নিয়োগ দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
Next articleদাম্পত্য সম্পর্ক খারাপ চললে করণীয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here