কানাডায় নিউরোলজি'র সেমিনারে স্পিকার প্রেজেন্টার হিসেবে থাকবেন সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম

0
47
কানাডায় নিউরোলজি'র সেমিনারে স্পিকার প্রেজেন্টার হিসেবে থাকবেন সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম
কানাডায় নিউরোলজি'র সেমিনারে স্পিকার প্রেজেন্টার হিসেবে থাকবেন সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম

কানাডার টরেন্টোয় আগামী ২৫ এপ্রিল থেকে ১ লা’মে ছ’দিন ব্যাপী আমেরিকান একাডেমি অব নিউরোলজি’র বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে গবেষণা সহ অংশগ্রহণ করতে কানাডা যাচ্ছেন সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম।
তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডা. সাঈদ এনাম উক্ত সেমিনারে ‘স্পিকার প্রেজেন্টার’ হিসাবে “ব্রেইন স্ট্রোক এন্ড ডিপ্রেশন” বিষয়ক তার গবেষণাটি উপস্থাপন করবেন।
তিনি গতবছর আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন (APA) এবং ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশনের , (EPA) এর অনুরূপ বৈজ্ঞানিক সেমিনারে ‘স্পিকার প্রেজেন্টার’ হিসাবে আমন্ত্রিত হয়ে আমেরিকা, পোলান্ড, ফ্রান্স ও জাপান সেমিনারে তার গবেষণার পেপার প্রেসেন্টেশন করেন।
ডা. সাঈদ এনাম ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এবং পরবর্তিতে সিলেট মেডিকেল কলেজ থেকে সাইকিয়াট্রি বিষয়ে উচ্চতর এম ফিল ডিগ্রি লাভ করেন। তিনি  আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন (APA), ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন (EPA) ও আমেরিকান একাডেমি অব নিউরোলজি’র (AAN) ইন্টারন্যাশনাল মেম্বার। এছাড়াও  মানসিক স্বাস্থ্য নিয়ে দেশের বিভিন্ন জাতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন ডা. সাঈদ এনাম ।

Previous articleপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত
Next articleইন্ডিয়ান সাইকয়াট্রিক সোসাইটির কনফারেন্সে প্রেজেন্টার হিসেবে থাকবেন ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here