জরায়ু সমস্যা ও প্রতিকার

0
199

জরায়ুর নানান সমস্যার সমাধান নিয়ে মনের খবর টিভিতে স্বাস্থ্যসচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞ আলোচক এতে জরায়ুর নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেছেন।

রোববার (২৪ জুলাই) রাত ৯টায় একমি (ACME) ‘নিবেদিত নারী স্বাস্থ্য সচেতন : সুস্থ্যতা আজীবন’ শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের ‘মহিলাদের জরায়ুর বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার’ শিরোনামে মনের খবর টিভি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হয়।

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের অবস এন্ড গাইনী বিভাগের সহকারী অধ্যাপক, ডা. ফাহমিদা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এনাম মেডিকেলের মেডিকেল অফিসার ডা. ফারিহা কামাল মৌলি।

নারীরা মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব, নির্ধারিত সময়ের পরেও মাসিক না হওয়া, দুর্গন্ধযুক্ত সাদাস্রাব, পুঁজযুক্ত ঋতুস্রাব, সহবাসের পর রক্ত বের হওয়া, মাসিক ছাড়া রক্তস্রাব, জরায়ুতে চুলকানি, ইনফেকশন হওয়া সহ নানান সমসায় ভোগেন। এসব সমস্যার প্রতিকার নিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞ আলোচক।

সম্পূর্ণ আলোচনা শুনতে ক্লিক করুন :

মানসিক স্বাস্থ্যের যে কোনো পরামর্শ পেতে চিঠি/প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল করুন monerkhaboronline@gmail.com -ঠিকানায়।

মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। মানসিক স্বাস্থ্যবিষয়ক যেকোনো লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা 01844618497 নাম্বারে।

/এসএস/মনেরখবর

Previous articleমানসিক রোগ ‘ওসিডি’র চিকিৎসা নির্দেশিকা প্রকাশ করছে বিএপি
Next articleকাজ না পাওয়ার হতাশায় আত্মহত্যা করতে চেয়েছিলেন মিঠুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here