চোখে ঝাপসা দেখি, কাজ করতে পারি না

0
124

চিঠি :স্যার, আমি ইয়াসিন। আমার বয়স ২২ বছর। আমি কোয়ালিটি ইনচার্জে কাজ করি। আগে আমার ঘুম হতো না। প্রায় একবছর আগে চট্টগ্রাম মেডিকেলের ডা. শফিউল হাসান স্যারের পরামর্শে Perigen 5mg 1+0+2, Parkinil 5mg 1+0+1, Quiet 100mg 1+0+1, Rivotril 2mg 0+0+1 2month -এভাবে ওষুধগুলো খাওয়া শুরু করি। এসময় ঘুম হতো কিন্তু অনেক দূর্বল লাগতো। তাই দুইমাস খাওয়ার পর থেকে Perigen 5mg 0+0+1 2, Parkinil 5mg 0+0+1 4, Rivotril 2mg 0+0+4 -এভাবে খেয়ে আসছিলাম টানা এক বছর ধরে।

কিন্তু আমি দেখতেছি যত দিন যাচ্ছে আমার স্মৃতিশক্তি তত কমতেছে এবং চশমা ছাড়া চোখ দিয়ে সূর্যের আলোতে তাকাতে পারি না। অন্যদিকে ওপরের নিয়মে ঔষুধ না খেলে আমার বমি বমি ভাব লাগে, এমনকি কিছু খেলেই বমি হয়। তাই গত ২১ আগস্ট পুনরায় ডা. শফিউল হাসান স্যারের কাছে যাই। উনি নতুন করে Sperid 2mg. 1+0+1, Trihexy 2mg 1+0+1, Olanap 5mg 0+0+1, Zolium 0.5mg 0+0+1 1month, Rivotril 0.5mg 0+0+1/2 10days & 0+0+1/4 10days -এই ওষুধগুলো এভাবে তিন মাস খেতে বলেন।

কিন্তু আমি এই ঔষুধগুলো খেলে দিনের বেলায় অফিসে কাজ করতে পারি না। কাজের সময় হঠাৎ মাথা ঘুরে যায়, চোখে ঝাপসা দেখি এবং শরিরের হার্টবিট বেড়ে যায়। আমার অফিসের টাকা দিয়ে আমার পরিবার চলে। এমতাবস্থায় আমাকে আপনি কিছু পরামর্শ দিলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো।

-মো. ইয়াসিন হৃদয়, চট্টগ্রাম

ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করার জন্য। আপনার রোগের লক্ষণ কী, ধরণ কী? কতদিন ধরে রোগে ভুগছেন? সেটার সাথে ডায়াগনসিস হয়েছে কিনা? এই সম্বন্ধে কিন্তু আপনি কিছু বলেননি। শুধু বলছেন যে আপনার ঘুম হতো না তাই ডা. শফিউল হাসানকে দেখিয়েছেন। কিন্তু কথা হলো, অনেক ধরনের মানসিক রোগ আছে যার কারণে ঘুমের সমস্যা হতে পারে। এছাড়াও নানান কারণে ঘুমের সমস্যা হতে পারে। সুতরাং আপনি যদি বিষয়গুলো স্পষ্ট করতে পারতেন তাহলে আপনাকে সাহায্য করা বা আপনাকে সঠিক পরামর্শ দিতে সুবিধা হতো।

আপাতত আপনি এই ওষুধগুলো তিনমাস খেয়ে যান। খুব বেশি অসুবিধা হলে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। উনি নিশ্চয়ই দেখেছেন যে আপনার রোগটা কী, কোন কারণে আপনার এই সমস্যা সে অনুযায়ী-ই আপনাকে ঔষধ দিয়েছেন।

  • আমি আপনাকে দুইটা কথা বলবো। প্রথম কথা হলো, আপনার রোগটা আসলে ঠিক কোন ধরণের রোগ, কতদিন ধরে চিকিৎসা করা লাগবে, রোগের নাম কী, রোগের লক্ষণ কী; এই বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন। এতে আপনার জন্য সুবিধা হবে। আপনি ঔষধ গুলো কন্টিনিউ করবেন কিনা, না করলে কেন করবেন না এ বিষয়গুলো আপনি তাহলে সহজেই জানতে পারবেন।

আপনি সুস্থ হবেন সেটা আপনার চিকিৎসকও চান, আমিও চাই, আপনি নিজেও চান। আমরা চাই ভবিষ্যতে যেন আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন। আপনাকে সাহায্য করতে হলে আগে আমাকে সেটা জানতে হবে। এই মুহূর্তে আসলে এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না। কারণ আপনার রোগের ধরণটা জানা যায়নি। এরপরও প্রয়োজন হলে আমাদের সাথে আবারও যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।

পরামর্শ দিয়েছেন,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

মানসিক স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন/পরামর্শ পেতে চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল করুন monerkhaboronline@gmail.com -ঠিকানায়।[প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে।]

  • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে।  

/এসএস/মনেরখবর/

Previous articleশারীরিক রোগের সাথে মানসিক রোগ : অসচেতনতায় বাড়ছে ট্রিটমেন্ট গ্যাপ
Next articleমৃগীরোগীদের যে সকল মানসিকরোগ দেখা যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here