ডায়াবেটিস রোগীর হজ্ব পালন প্রস্তুতি

মনের খবর : ডায়াবেটিস রোগীদের হজ্ব পালনে বিভিন্ন পরিপার্শ্বিক প্রস্তুতি নিয়ে ডিজিটাল গোল টেবিল আলোচনা অনুষ্ঠান ‘ডায়াবেটিস রোগীর হজ্ব পালন’ শীর্ষক ডিজিটাল গোলটেবিল আলোচনা মনের খবর টিভিতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুন) রাত ৯ টায় মনের খবর টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। এতে ডায়াবেটিস রোগীরা হজ্ব করতে গিয়ে যে ধরণের সমস্যার সম্মুখীন হন এবং সেসবের সমাধান কী হবে তা উঠে আসে বিশেষজ্ঞদের আলোচনায়।

এতে মুখ্য আলোচক হিসেবে সাথে উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ এর এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. ফরিদ উদ্দিন।

এতে আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন মামুন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট ডা. ফারহানা সাইদ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসএমএমইউ এর এন্ডোক্রাইনোলজি বিভাগের ফেইস বি রেসিডেন্ট ড.চৌধুরী ফয়সাল মো. মঞ্জরুর রহিম।

অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড (Eskayef Pharmaceuticals Ltd.) পাওর্য়াড বাই এমাজিড লিমিটেড (Emazid L : Empaglifozin INN & Linagliptin INN), অনুষ্ঠানের মিডিয়া পার্টনার মনের খবর টিভি।

অনুষ্ঠানে বিশেষজ্ঞরা ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন যাতে হাজীরা নির্বিঘ্নে এবং স্বাস্থ্য সুরক্ষার সাথে পবিত্র হজ্বব্রত পালন করতে পারেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে ক্লিক করুন।

/এসএস

Previous articleদুঃখ মোকাবিলা করবেন যেভাবে
Next articleবন্যা ও বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক লাইভ অনুষ্ঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here