কর্ম পরিকল্পনা নির্ধারণে ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ’র সভা

বাংলাদেশের মানসিক রোগ বিশেষজ্ঞদের অন্যতম বৃহৎ সংগঠন ‘ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ অব বাংলাদেশ’ এর ভবিষ্যত কর্ম পরিকল্পনা নির্ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুন) রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. গোলাম রব্বানী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম।

সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সার্বিক ব্যাবস্থাপনা নিয়ে আলোকপাত করেন ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ অব বাংলাদেশ এর মহাসচিব অধ্যাপক ডা. মো.ফারুক আলম।

এছাড়া সভায় দিক নিদের্শনা মুলক বক্তব্য রাখেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, অধ্যাপক মোহিত কামাল, অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা মো. আজিজুল ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন বিএপি এর সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলম।

Previous articleহজ পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা একান্ত প্রয়োজন
Next articleমাদক বিরোধী দিবসে মনের খবরের “লাইভ ওয়েবিনার”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here