মাদক বিরোধী দিবসে মনের খবরের “লাইভ ওয়েবিনার”

0
40

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) কর্তৃক আয়োজিত মাদক বিষয়ক বিশেষ “লাইভ ওয়েবিনার” মনের খবর টেলিভিশনে ২৬ জুন (সোমবার) রাত ৯ টা ৩০ মিনিটে প্রচারিত হবে। এবারের প্রতিপাদ্য বিষয় “প্রথমে জনগণ: কুসংস্কার এবং বৈষম্য বন্ধ করুন, প্রতিরোধে জোর দিন” ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ট্রেইনি ডা. সুস্মিতা সরকার। উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপার্সন বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ আজিজুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডা. মোহাম্মদ ওয়াজিউল আলম চৌধুরী। এ ছাড়াও প্যানেল অব এক্সপার্ট হিসাবে আরও উপস্থিত থাকবেন, অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, ডা. এস এম ফরিদুজ্জামান, ডা. অভ্র দাশ ভৌমিক, সেলিনা ফাতেমা বিনতে শাইদ, ডা. রাহানুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে থাকবে মাদকের উপর বিশেষ আলোচনা, মাদকের পরিণতি এবং পরিশেষে মাদক বিষয়ে থাকছে বিশেষজ্ঞদের মূল্যবান মতামত। অনুষ্ঠানটি লাইভ দেখতে সোমবার ৯ টা ৩০ মিনিটে ভিজিট করুন মনের খবর অফিসিয়াল ফেইসবুক পেজে।

Previous articleকর্ম পরিকল্পনা নির্ধারণে ন্যাশনাল ফাউন্ডেশন অব মেন্টাল হেলথ’র সভা
Next articleপ্রসঙ্গ : সাইক্লোথাইমিক ব্যক্তিত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here