পেটের ভেতর পাকস্থলীর পেছনে প্রায় ৮০ গ্রামের মতো ওজনের একটি অঙ্গ। নাম অগ্নাশয়। অগ্নাশয়ে হয় নানা জটিল রোগ। কিডনি, ফুসফুসসহ অনেক অঙ্গের ক্ষতি ছাড়াও রোগীর মৃত্যুও হতে পারে অগ্নাশয়ের রোগে।
মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘সার্জারির এ টু জেড’ এর এ পর্বে থাকছে অগ্নাশয়ের এসব রোগ নিয়ে লাইভ অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ১০ টায় অনুষ্ঠানটি মনের খবর টিভিতে সরাসরি সম্প্রচার হবে।
অনুষ্ঠানে মূখ্য ও বিশেষজ্ঞ আলোচক হিসেবে থাকবেন, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড এবং ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন ডা. আনহারুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, ডা. ফারিহা কামাল মৌলি (মেডিকেল অফিসার, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল)।
সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে চোখে চোখে রাখুন, মনের খবর টিভির অফিসিয়াল ফেসবুক পেজে।
/এসএস/মনেরখবর/