৭০ শতাংশ মানুষ মানসিক রোগের চিকিৎসা পায় না

বিশ্বের ৭০ শতাংশ মানুষ মানসিক রোগের চিকিৎসা পায় না। যার অনেকটাই মানসিক রোগ নিয়ে ভ্রান্ত ধারণা, কুসংস্কার এবং মানসিক রোগের চিকিৎসার ব্যাপারে আক্রান্তের অবহেলার কারণে ঘটে থাকে।
আজ ১০ অক্টোবর (সোমবার) ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম। প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাসিম বলেন, ‘মাদকাসক্তি, অভিভাবকদের সাথে দূরত্ব, হতাশা ইত্যাদি কারণে তরুণ প্রজন্ম বিপথে চলে যাচ্ছে। মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমেই তাদের বিপথ থেকে ফিরিয়ে আনা সম্ভব।’ মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে বদ্ধ পরিকর। সেবার মান উন্নয়নের পাশাপাশি তিনি রোগীদের চিকিৎসার ব্যাপারে বিশেষজ্ঞদের আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন। এছাড়া বহুল প্রতিক্ষিত “মেন্টাল হেলথ অ্যাক্ট” চুড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রীসভায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিকেল ৩টা থেকে ইনস্টিটিউটের কনফারেন্স হলে শুরু হওয়া অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডা. হেদায়েতুল ইসলাম, প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ডাঃ শরাফুদ্দীন আহমেদ, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ পাঠ করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জিল্লুর রহমান খান।
এছাড়া সকাল ১০টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে একটি র‍্যালি বের করা হয়।
প্রতিবেদক, মনেরখবর.কম


লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।

Previous articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও র‍্যালি
Next articleযদি বলি আমার মন খারাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here