হাজব্যান্ডের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়ে আমি ঠিক করে রেসপন্স করতে পারি না

সমস্যা:
আমার
বিয়ে হয়েছে দুই বছরহাজব্যান্ডের সাথে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং কোন সমস্যা নেইতবে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়ে আমি ঠিক করে রেস্পন্স করতে পারি নাইন্টারকোর্সের আগেই (ভাজিনাতে পেনিস প্রবেশের আগে) সমস্ত উত্তেজনা শেষ হয়ে যায় তাই পেনিস প্রবেশের সময়ে প্রচন্ড ব্যাথা ফিল হয়, ভয় পেয়ে রিল্যাক্স হতে পারি না, যার জন্য এখনো চূড়ান্ত কিছু করতে পারিনিডাক্তার দেখিয়েছিআমাকে কিছু মেডিসিন দিয়েছিলো যেগুলো খেয়ে কোন উপকার পাইনিঅনেকটা ভিটামিন টাইপ মেডিসিন দিয়েছিলো আমি চাই এমন কিছু সমাধান যেগুলোর মাধ্যমে উত্তেজনাটা অনেক্ষন স্টে করে এবং ব্যাথা ফিল না হয়এমন কোন মেডিসিন আছে? বা অন্য কোন সমাধান?
 
পরামর্শ:
ধন্যবাদ আপনাকে বিয়ের প্রথম দিকে এমন সমস্যা অনেক মেয়েরই হয়ে থাকে বা হতে পারেতাতে ভয়ের কিছু নেই তবে সমস্যা যত তাড়াতাড়ি দূর হবে ততই ভালো বিভিন্ন কারণে এমন হতে পারে সরাসারি কথা না বলে কারণ বের করা কঠিন। কারণ বের করে সেই মতো ব্যবস্থা নেয়াটাই এই চিকিৎসার বড় অংশ কিছু কিছু কারণ যেমন- বিয়ের আগে থেকেই যৌনবিষয়ে ভয় থাকা বা ভুল তথ্য জানা, পূর্বের কিছু ভয়ের তথ্য জানা শুনা বা অভিজ্ঞতা, স্বাভাবিক সম্পর্কের বাইরে যৌন সম্পর্ক বিষয়টি আলাদা সেটি যদি সঠিক ভাবে গড়ে না উঠে তাহলেও এমন হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায়, বিবাহ পূর্ব বা বিবাহ বর্হিভূত সম্পর্কের কারণেও স্বাভাবিক যৌনসম্পর্ক গড়ে উঠেনা। তবে এসবের বাইরেও আরো অনেক কারণ থাকতে পারে আপনার ক্ষেত্রে ঠিক কোন কারণটি ঘটেছে, আমরা জানিনা ওষুধ আপনার ভয় কমাতে সাহায্য করতে পারে তবে, আমি মনে করি সরাসরি মনোরোগ বিশেষজ্ঞ বা বঙ্গব
ন্ধু
মেডিকেলে যোগাযোগ করতে পারেন্ আপনার স্বামীর সাথেও কথা বলা দরকার যৌন সম্পর্কের স্বাভাবিক কতগুলো ধাপ আছে, মনেরখবরে আগের লেখাগুলো থেকে সেসব পড়ে নিতে পারেন, তাতে কিছুটা উপকার হতে পারে ভালো থাকবেন
পরামর্শ দিচ্ছেন,
ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব


দৃষ্টি আকর্ষণ- মনেরখবর.কম এর প্রশ্ন-উত্তর বিভাগে, মানসিক স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, মাদকাসক্তি সহ মন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনার কোনো জানার থাকলে বা প্রশ্ন থাকলে বা বিশেষজ্ঞ পরামর্শ দরকার হলে question@www.monerkhabor.com এই ইমেলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন।

Previous articleমানসিক স্বাস্থ্যে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও প্রতিযোগিতা
Next articleভালোবাসি শুধু তোমাকে
চেয়ারম্যান, মনোরোগবিদ্যাি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here