সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা বিষয়ে মনের খবর মার্চ সংখ্যা

0
235
সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা বিষয়ে মনের খবর মার্চ সংখ্যা
দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২১ সালের মার্চ সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল-  স্বাধীনতা । এবারের ম্যাগাজিনে স্বাধীনতা বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।

যা রয়েছে “মনের খবর” মার্চ সংখ্যায়–

স্বাধীনতার সীমা নির্ধারণ জরুরি”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর ক্লিনিক্যাল সাইকোলজির সহকারী অধ্যাপক সেলিনা ফাতেমা বিনতে শহীদ

স্বাধীনতার অপব্যবহার জীবনের শৃঙ্খলা নষ্ট করে– শিরোনামে আরেকটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন সাইকোলজিস্ট ফারজানা ফাতেমা রুমি

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ডা. মুনতাসীর মারুফ প্রচ্ছদ প্রতিবেদনে লিখেছেন “ব্যক্তি-স্বাধীনতা জনস্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি বাড়াতে পারে” শিরোনামে।

বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে “বনকাগজ” এর উদ্ভাবক মাহবুব সুমন

বিশেষ আয়োজন বিভাগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাভেদ কায়সার লিখেছেন “শিশুদের খেলনায় সমাজ, জেন্ডার, মনস্তত্ত্ব” শিরোনামে।

“অতি নিয়ন্ত্রণে মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে”– শিরোনামে মানসিক রোগ বিভাগে লিখেছেন ঢাকা কমিউনিটি হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সৃজনী আহমেদ

“শিক্ষাপ্রতিষ্ঠানে চাপ শিক্ষার্থীদের স্বাধীন চিন্তাশক্তি নষ্ট করে?” শিরোনামে সমসাময়িক বিভাগে লিখেছেন সাইকোলজিস্ট ফিরোজ শরীফ

”অতি নিয়ন্ত্রণে প্রবীণদের মানসিক সমস্যা বাড়ে” শিরোনামে প্রবীণ মন বিভাগে লিখেছেন ব্রাম্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এর মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা জোহরা

“ব্যক্তিস্বাধীনতা ও আত্মবিশ্বাস সংস্কৃতিভেদে আলাদা”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এমডি (চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট সাইকিয়াট্রি) ডা. সাদিয়া আফরিন

মানসিক স্বাস্থ্যে প্রচারমাধ্যমের ভূমিকা? বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।

এছাড়াও মনের খবর মার্চ সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “ব্যক্তিস্বাতন্ত্র্য বা অপরের স্বাধীনতাকে মূল্যায়ন করবেন কীভাবে” শিরোনামে মাহজাবিন শান্তা’র লেখা।

দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

 

Previous articleবিভাগীয় প্রধানসহ ঢামেকের মানসিক রোগ বিভাগের চারজন চিকিৎসক করোনা আক্রান্ত
Next articleইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার: রাগ নিয়ন্ত্রণ না করতে পারার রোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here